নিজস্ব প্রতিবেদন : পর পর তিন ম্যাচ হেরে আগেই একদিনের সিরিজ খুইয়েছে কিউইরা। বৃহস্পতিবার হ্যামিলটনের সেডান পার্কে জয়ে ফিরল নিউ জিল্যান্ড। বিধ্বংসী ট্রেন্ট বোল্ট, দোসর কলিন ডিগ্র্যান্ডহোম। এই দুই পেসারের দাপটেই মুখ থুবড়ে পড়ল ধোনি-কোহলিহীন টিম ইন্ডিয়া। ৯২ রানেই গুটিয়ে গেল রোহিতের ভারত। ৮ উইকেটে চতুর্থ একদিনের ম্যাচ জিতে সিরিজ ৩-১ করল কিউইরা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পর পর তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ আগেই পকেটে পুরে নিয়েছিল টিম ইন্ডিয়া। তাই বিশ্বকাপের আগে এবার পরীক্ষা-নিরীক্ষার সুযোগ ছিল টিম ম্যানেজমেন্টের সামনে। বিশ্রামে অধিনায়ক বিরাট কোহলি। তাঁর পরিবর্তে একদিনের ক্রিকেটে অভিষেক হল তরুণ শুভমান গিলের। ধোনি খেলেননি। আর মহম্মদ শামির পরিবর্তে দলে আসেন খলিল আহমেদ। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা তাঁর ২০০ তম একদিনের ম্যাচ স্মরণীয় করে রাখতে পারলেন না। মাত্র ৭ রানে সাজঘরে ফিরলেন তিনি। তবে ভারতীয় শিবিরে প্রথম আঘাতটা আসে শিখর ধাওয়ান(১৩) আউট হতেই। তিন নম্বরে নেমে অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখতে পারলেন না শুভমান গিল। ৯ রানে ফিরলেন প্যাভিলিয়নে। আম্বাতি রায়াডু আর দীনেশ কার্তিক রানের খাতা খোলেন নি। ১ রানে ফিরলেন কেদার যাদব আর ভুবনেশ্বর কুমার। ১৬ রানে আউট হলেন হার্দিক পাণ্ডিয়া। শেষ দিকে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহল একটু চেষ্টা করেন। কুলদীপ ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১৮ রানে অপরাজিত থাকলেন চাহল। তিনিই এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করেন। ২১ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট। একদিনের ক্রিকেটে রিচার্ড হ্যাডলির রেকর্ডকে এদিনই ছুঁয়ে ফেললেন বোল্ট। ২৬ রানে তিন উইকেট নিলেন ডিগ্র্যান্ডহোম। ৩০.৫ ওভারেই ৯২ রানে অল আউট হয়ে যায় ভারত।



৯৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন ভুবনেশ্বর কুমার। মার্টিন গাপটিল(১৪) ও কেন উইলিয়ামসনের(১১) উইকেট তুলে নেন ভুবি। ১৪.৪ ওভারেই ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় নিউ জিল্যান্ড। ৩০ রানে অপরাজিত থাকেল নিকোলস। ৩৭ রানে অপরাজিত থাকেন রস টেলর। চতুর্থ একদিনের ম্যাচ জিতে সিরিজ ৩-১ করল নিউ জিল্যান্ড।


আরও পড়ুন - বাবার চুল ঝরে টাক পড়ছে, নতুন টোটকা আবিষ্কার শিখর ধাওয়ানের ছেলের