নিজস্ব প্রতিবেদন : ফুটবল মাঠে এমন ঘটনা প্রায়শই দেখা যায়। তবে ক্রিকেট মাঠে সচারচর দেখা মেলে না।  কিন্তু নিউ জিল্যান্ডেন মাউন্ট মাউনগানুইতে টেস্ট ম্য়াচ চলাকালীন ইংল্য়ান্ডের ক্রিকেটার জোফ্রা আর্চার বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




বে ওভালে সোমবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের শেষ দিনে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় গ্যালারি থেকে এক দর্শক জোফ্রা আর্চারকে উদ্দেশ্য করে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেন। আর্চার নিজে নাকি সেই কথা শুনেছেন। এরপর আর্চার নিজে টুইট করে গোটা বিষয়টি জানান। তিনি লেখেন, "নিজের দলকে বাঁচানোর জন্য আমি লড়াই করছিলাম। কিন্তু ওই বর্ণবৈষম্যমূলক ব্যঙ্গোক্তি শুনে খুবই বিরক্ত হয়েছিলাম। ওই একজনকে দর্শক বাদ দিলে বাকিরা সবাই ভালো ছিল। বার্মি আর্মি বরাবরের মতো ভালো ছিল।"


 



 



 অপ্রীতিকর এই ঘটনার পর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দুঃখপ্রকাশ করে এক বিবৃতিতে লিখেছে, "আজ জোফ্রা আর্চারকে গালাগালি শুনতে হয়েছে, এটা শোনার পর আমরা  হতাশ। ইংল্যান্ড আমাদের প্রতিপক্ষ হতে পারে, কিন্তু তারা আমাদের বন্ধুও। কিন্তু  বর্ণবৈষম্যমূলক  মন্তব্য কখনই কাম্য নয়। "


আরও পড়ুন - ডনের দেশে আফ্রিদিদের থেকে ভাড়া নিলেন না ভারতীয় ট্যাক্সি ড্রাইভার! পাল্টা সৌজন্য পাক ক্রিকেটারদের