FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের ঢাকে কাঠি, প্রকাশিত হল লোগো
বিশেষ দিনেই ফুটবল বিশ্বের সামনে ২০২২ কাতার বিশ্বকাপের লোগো প্রকাশ্যে এল।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল। দোহায় জমকালো এক অনুষ্ঠানে কাতার বিশ্বকাপের লোগো ও বিশেষ একটি ভিডিও প্রকাশ করা হয়। ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর কাতার স্বাধীনতা পেয়েছিল। বিশেষ দিনেই ফুটবল বিশ্বের সামনে ২০২২ কাতার বিশ্বকাপের লোগো প্রকাশ্যে এল।
এই প্রথম বিশ্বকাপ ফুটবলের আসর বসতে চলেছে শীতকালে। কারণ অবশ্যই কাতারের প্রচন্ড গরম। ২০২২ সালের ২১ নভেম্বর থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ ফাইনাল হবে ১৮ ডিসেম্বর, ২০২২। কাতারের জাতীয় দিবসের দিন বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে। এবারও থাকছে ৩২টি দল। মোট ৮টি স্টেডিয়ামে খেলা হবে। কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটি জানিয়েছে, ইতিমধ্যেই ৭৫ শতাংশ প্রস্তুতির কাজ শেষ হয়ে গিয়েছে।
আরও পড়ুন - US Open 2019: টাইগারকে দেখে ঝলসে উঠলেন নাদাল, পৌঁছে গেলেন শেষ আটে