ওয়েব ডেস্ক: এমন একজন ক্রিকেটার তিনি ভারতের হয়েও ক্রিকেট খেলেছেন আবার পাকিস্তানের হয়েও ক্রিকেট খেলেছেন। না সচিন রমেশ তেন্ডুলকার নন। এই ক্রিকেটারের নাম ইসরার আলি। পাকিস্তানের প্রবীনতম ক্রিকেটার ইসরার আলি। ২২ গজ থেকে বিদায় নিয়েছিলেন অনেক আগেই, এবার বিদায় জানালেন জীবনকেও। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জন্ম, ভারতের জলন্ধর। সাল ১৯২৭, ১ মে। ১৯৫২ সালে পাকিস্তানের টেস্ট দলে প্রথম জায়গা করে নিয়েছিলেন ইসরার আলি। অলরাউন্ডার ইসরার খেলেছিলেন ২টি টেস্ট। আজ থেকে ৬০ বছর আগে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ, ঢাকা) অনুষ্ঠিত পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচেও খেলেছিলেন ইসরার।


১৯৮৩ থেকে ১৯৮৪ সালে পাকিস্তান ক্রিকেটের নির্বাচকমণ্ডলীর সদস্য ছিলেন ইসরার আলি। ৪০টি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন ইসরার। ১১৪টি উইকেট ও ১ হাজার ১৩০ রান রয়েছে তাঁর ট্র্যাক রেকর্ডে।