ওয়েব ডেস্ক: বছরের শুরুতেই অলিভার জিরুডের বিস্ময় গোল। হেনরিক মিকিতারিয়ানের পর এবার জিরুডের  স্কর্পিয়ান কিক। বক্সিং ডে-তে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে মিকিতারিয়ানের গোলে চোখ ধাঁধিয়ে গেছিল ফুটবল বিশ্বের। সেই ঘোর কাটতে না কাটতেই এবার জিরুডের গোল।রবিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে জিরুডের গোল দেখে একেবারে তাজ্জব সবাই।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অনুরাগ ঠাকুরদের সরিয়ে দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বোর্ডের অন্দরমহলেই


এক সপ্তাহের মধ্যে ইপিএলে হয়ে যাওয়া দুটো বিস্ময় গোল নিয়ে এখন আলোচনা সর্বত্র। মিখিতারিয়ানের গোলের মতই জিরুডের গোলও পুসকাস অ্যাওয়ার্ডের জন্য অবশ্যই মনোনীত হবে বলে মনে করা হচ্ছে। তবে স্করপিওন কিকে গোল ফুটবল বিশ্বে নতুন কিছু নয়। ম্যান ইউয়ের ইব্রাহিমোভিচের পা রেখেই বেরিয়েছে দুরন্ত সব গোল।


আরও পড়ুন  সুপ্রিম কোর্টের রায়ের পরই ক্ষোভ উগড়ে দিলেন অনুরাগ ঠাকুর