ইডেনে গোলাপি বলে টেস্টের টিকিট কাউন্টার থেকে মিলবে কবে?
ক্রিকেটের নন্দন কাননে গোলাপি বলে এই টেস্ট ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে।
নিজস্ব প্রতিবেদন: রবিবারই ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। এবার শুরু টেস্ট সিরিজ। দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট ইন্দোরে। আর ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্ট যে আক্ষরিক অর্থেই ভেরি ভেরি স্পেশাল। দেশের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। ক্রিকেটের নন্দন কাননে গোলাপি বলে এই টেস্ট ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে।
ইডেনে দিন-রাতের টেস্টের টিকিটের চাহিদা তুঙ্গে। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে অনলাইনের সব টিকিট। বৃহস্পতিবার বা শুক্রবার মহমেডান মাঠ থেকে শুরু হতে পারে ইডেন টেস্টের কাউন্টার থেকে টিকিট বিক্রি।
আরও পড়ুন- গ্রেগ চ্যাপেল বাদ দিয়েছিলেন! গ্রেগের বাতিল দীপক চাহারের বিশ্বরেকর্ড
এদিকে ইডেনে প্রথম দিন-রাতের টেস্টকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ সিএবি-র। কলকাতার বেশ কিছু হেরিটেজ বিল্ডিং আর পার্ককে গোলাপি আলো দিয়ে সাজানোর পরিকল্পনা রাজ্য ক্রিকেট সংস্থার। এব্যাপারে কলকাতা পুরসভার সঙ্গে আলোচনাও হয়েছে সিএবি কর্তাদের।