ওয়েব ডেস্ক: ভারতের হয়ে গলেই নিজের ৫০তম টেস্ট ম্যাচটি খেলে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজের পরের টেস্টে কলম্বোতে খেলতে নামবে ভারত এবং শ্রীলঙ্কা। আর এই কলম্বোতেই জীবনের ৫০ তম টেস্ট এবার খেলতে নামবেন চেতেশ্বর পুজারা। কেরিয়ারের এমন একটা মাইলস্টোনের আগে ভারতীয় দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান জানাচ্ছেন, তাঁর বাবা অরবিন্দ পুজারাই তাঁর সবথেকে বড় সমালোচক। পুজারা অবশ্য এটাও জানাচ্ছেন যে, তবে তাঁর বাবার কড়াকড়ি আগের থেকে এখন অনেকটাই কমে গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভারতে এবার একটি দলের মেন্টর এবং ব্র্যন্ড অ্যম্বাসাডর হলেন জন্টি রোডস


চেতেশ্বর পূজারা গল টেস্টের পরে বলেছেন, 'আমার বাবাই আমার সবথেকে বড় সমালোচক। তবে, বাবা আর আগের মতো কড়াভাবে আমার খেলার সমালোচনা করে না।' আপাতত, ৪৯টি টেস্ট খেলে পুজারা করেছেন ৩৯৬৬ রান। গড় ৫২.১৮। এর মধ্যে রয়েছে এক ডজন সেঞ্চুরি। সৌরাষ্ট্রের এই ক্রিকেটারের আশা গল টেস্টের মতোই সেঞ্চুরি করে দলের জন্য কিছু অবদান তিনি রাখতে পারবেন কলম্বোতেও।


আরও পড়ুন  সিরিজের প্রথম টেস্ট জয়ের পর গোটা ভারতীয় দল মাতল সেলিব্রেশনে