ওয়েব ডেস্ক: আর্জেন্টিনা হোক অথবা মার্কিন যুক্তরাষ্ট্র। কোপার সেমিফাইনালের আগে দুই শিবিরে ঘুরে ফিরে একটাই নাম। লিওনেল মেসি। কোপায় একশো চৌষট্টি মিনিট  মাঠে থেকে এলএম টেনের নামের পাশে চারটে গোল। ফুটবল যুবরাজ গোল করিয়েছেন দুটো। চোট সারিয়ে মাঠে ফিরেই ছন্দে মেসি। সুবজ মাঠে মেসির পা আগের মতোই যেন কথা বলছে। আর্জেন্টিনাকে আটকাতে গেলে আগে থামাতে হবে বাঁ পায়ের এই জাদুকরকে। সেটা ভালোই জানেন ক্লিন্সম্যান। কি ভাবে মেসিকে আটকানো সম্ভব, ড্রয়িং বোর্ডে সেটা ফুটবলারদের বুঝিয়েছেন মার্কিন দলের কোচ।


বিপক্ষের নজর যে তার দলের সেরা অস্ত্রের দিকেই থাকবে তাতে বিন্দুমাত্র অবাক নন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো।আর একটা গোল করতে পারলেই আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হবেন মেসি। নজির গড়ার ম্যাচে অবশ্য মেসিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে চাইছেন ক্লিন্সম্যান।