ওয়েব ডেস্ক : এবার মাঠে গিয়ে IPL ম্যাচ দেখতে হলে, এই জিনিসটা আপনাকে সঙ্গে রাখতেই হচ্ছে। নইলে আপনার সঙ্গে টিকিট  থাকলেও, স্টেডিয়াম গেট থেকেই ফেরত চলে আসতে হতে পারে আপনাকে। এরকমই নির্দেশিকা জারি করেছে পুলিস। তবে স্বস্তির বিষয় কলকাতায় নয়, এই নির্দেশিকা জারি হয়েছে বেঙ্গালুরুতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাঠে গিয়ে IPL ম্যাচ দেখতে হলে, বেঙ্গালুরুতে এবার বাধ্যবাধ্যকতামূলকভাবে সঙ্গে রাখতে হবে আধার কার্ড। বেঙ্গালুরু পুলিসের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। অন্যদিকে, মাঠে গিয়ে টিকিট কিনতে চাইলে আগে বায়োমেট্রিক টেস্ট করা হবে। তারপই মাঠে ঢোকার পাস হাতে দেওয়া হবে। আর অনলাইনে টিকিট কাটলে অবশ্যই দিতে হবে আধার নম্বর। আঁটসাট সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিস।


আরও পড়ুন,