একদিনের পাঁচ ম্যাচ সিরিজ অলাভজনক, বলছে ক্রিকেট অস্ট্রেলিয়া
ওয়েব ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ চেন্নাইতে হয়ে গিয়েছে। দ্বিতীয় ম্যাচ কলকাতায় হবে বৃহস্পতিবার। কিন্তু, আপনি কি জানেন যে, জেমস সান্ডারল্যান্ডের কথা মানলে, হতে পারে এটাই পাঁচ ম্যাচের শেষ কোনও একদিনের সিরিজ হতে চলেছে দুই দেশের মধ্যে? হ্যাঁ, ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ জেমস সান্ডারল্যান্ড যা বলছেন, তাতে এই সিরিজের পর হয়তো আর বিশ্বক্রিকেটে কোথাও পাঁচ ম্যাচের একদিনের সিরিজ দেখা যাবে না! আগে বরং শুনে নিন, জেমস কী বলেছেন। তাহলেই বুঝতে পারবেন, কেন এরকম কথা উঠে আসছে। অস্ট্রেলিয়ার একটি ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, 'আমার মনে হয় না, ভবিষ্যতে কোনও দেশ তিন ম্যাচের একদিনের সিরিজের বেশি কখনও খেলবে বলে। সিরিজে কিছু টি২০ ম্যাচ জুড়ে যেতে পারে বড়জোর। বিশেষ করে আইসিসি এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ান ডে ক্রিকেট লিগ শুরুর কথা ভাবছে। সেক্ষেত্রে ১৩ দেশের একদিনের ম্যাচের ক্রিকেট লিগ শুরু হয়ে গেলে কিন্তু আর পাঁচ ম্যাচের সিরিজ খেলার জন্য কারও কাছেই বিশেষ সময় নেই।'
আরও পড়ুন বিমানবন্দরে মহেন্দ্র সিং ধোনির শুয়ে থাকার ছবি ভাইরাল
জেমস সান্ডারল্যান্ড আরও বলেছেন, 'দেখুন না, ভারতে যাওয়ার আগে অস্ট্রেলিয়া, বাংলাদেশে টেস্ট সিরিজ খেলে এলো। কিন্তু এই সিরিজ নিয়ে আগ্রহ থাকলো শুধুমাত্র দুই দেশের। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেলে, কিন্তু পয়েন্ট সিস্টেম থাকবে। সেক্ষেত্রে, দুই দেশের সিরিজের ফলাফলের দিকে তৃতীয় দেশও তাকিয়ে থাকবে। আর ১৩ দেশের একদিনের ম্যাচের লিগ শুরু হলে, প্রতি দেশ ছ'টি ম্যাচ খেলবে নিজের দেশের মাটিতে। আবার ছ'টি ম্যাচ খেলতে যাবে বিদেশের মাটিতে। তখন কিন্তু, আর পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলার জন্য কোনও সময় থাকবে না। কারণ, টি২০ ম্যাচও যে রয়েছে।' অবশ্য, এটা গোটাটাই জেমস সান্ডারল্যান্ডের নিজস্ব মত। আইসিসি-অবশ্য এখনও এই বিষয়ে কোনও কথা জানায়নি।
আরও পড়ুন সমালোচনার জবাব দিলেন গ্যারেথ বেল, জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ