ওয়েব ডেস্ক: ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ শেষ। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত একদিনের ম্যাচের সিরিজ জিতল ৩-২ ব্যবধানে। সিরিজ শেষে তথ্য পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে, দুই দলের ক্রিকেটারদের মিলিয়ে মাত্র আট জন ক্রিকেটার গোটা সিরিজ খেলে তিন অঙ্কের রান বা অন্তত ১০০ রান করেছেন। এক ঝলকে দেখে নিন ওই আটজন কে কে। তবেই না বুঝতে পারবেন, সিরিজ জিততে কে কেমন ভূমিকা নিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দীপাবলির সেরা ১০ বাজির কোনটার সঙ্গে কোন বলিউড অ্যাক্টরের মিল আছে!


১) বিরাট কোহলি - ৫ ম্যাচ খেলে ৩৫৮ রান। গড় ১১৯.৩৩


২) টম ল্যাথাম - ৫ ম্যাচ খেলে ২৪৪ রান। গড় ৬১


৩) কেন উইলিয়ামসন - ৫ ম্যাচ খেলে ২১১ রান। গড় ৪২.২০


৪) মহেন্দ্র সিং ধোনি - ৫ ম্যাচ খেলে ১৯২ রান। গড় ৩৮.৪০


৫) অজিঙ্কা রাহানে - ৫ ম্যাচ খেলে ১৪৩ রান। গড় ২৮.৬০


৬) রোহিত শর্মা - ৫ ম্যাচ খেলে ১২৩ রান। গড় ২৪.৬০


৭) রস টেলর - ৫ ম্যাচ খেলে ১১৯ রান। গড় ২৩.৮০


৮) মার্টিন গুপ্তিল - ৫ ম্যাচ খেলে ১১১ রান। গড় ২২,২০


আরও পড়ুন  ওয়ার্ন, গফ, নারিনদেরও টপকে গেলেন অমিত!