নিজস্ব প্রতিবেদন: আগামী জুনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। এরপরেই জোড়া টি-২০ ম্য়াচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। গত রবিবার টি-২০ দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই (BCCI)। চলতি আইপিএলে (IPL 2022) দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ভারতীয় দলে ডাক পেয়েছেন দুই পেসার উমরান মালিক (Umran Malik) ও অর্শদীপ সিং (Arshdeep Singh)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মধ্যপ্রদেশের বছর তেইশের জোরে বোলার অর্শদীপ পঞ্জাব কিংসের (Punjab Kings) জার্সিতে ধারাবাহিক ভাবে ভাল বল করেছেন। তাঁর ডেথ ওভারে বল করার দক্ষতা চমকে দিয়েছে অনেককেই। ফলে অর্শদীপ প্রত্যাশিত ডাক পেয়ে গেলেন, একথা বলাই যায়। অর্শদীপে মোহিত ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। বীরু ভূয়সী প্রশংসা করলেন অর্শদীপের। শেহওয়াগ এক স্পোর্টস ওয়েবসাইটে বলেন, "অর্শদীপ আমাকে মোহিত করেছে। ও পঞ্জাবের হয়ে শেষ তিন ওভারের মধ্যে দু'ওভার ও বল করে। ওর হয়তো প্রচুর উইকেট নেই। কিন্তু ইকনমি রেট অসাধারণ। ও নতুন বলেও বল করে। আবার স্লগ ওভারে দুই ওভার করে। আমি এমনটা শুধু জাহির খান ও আশিস নেহরাকে করতে দেখেছি। এখন অর্শদীপ, বুমরা ও ভুবনেশ্বর রয়েছে। স্লগ ওভারে বল করা খুব কঠিন।"


ভারতের টি-২০ দল: অধিনায়ক কেএল রাহুল (KL Rahul, Capt), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), ঈশান কিশান (Ishan Kishan), দীপক হুডা (Deepak Hooda), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant,VC), দীনেশ কার্তিক (Dinesh Karthik), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), যুজবেন্দ্র চাহাল (Y Chahal), কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেল (Axar Patel), রবি বিষ্ণোই (R Bishnoi), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), হর্ষল প্যাটেল (Harshal Patel), আবেশ খান (Avesh Khan), অর্শদীপ সিং (Arshdeep Singh), ও উমরান মালিক (Umran Malik)।


আরও পড়ুন: Dinesh Karthik: 'অনেকে আমার ওপর হাল ছেড়ে দিয়েছিল'! প্রত্যাবর্তনের পর বার্তা দিলেন 'নিদহাস নায়ক'


আরও পড়ুন: Piyali Basak: শয্যাশায়ী বাবা জানেন না মেয়ের গৌরবগাথা, পিয়ালিকে এখন ভাবাচ্ছে অর্থ!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App