Wimbledon 2021: করোনা টিকার কারিগর Sarah Gilbert কে করতালিতে অভিবাদন জানাল সেন্টার কোর্ট
সেন্টার কোর্টের রয়্যাল বক্সে উইম্বলডন আয়োজকদের আমন্ত্রণে উপস্থিত ছিলেন করোনা টিকার কারিগর।
নিজস্ব প্রতিবেদন: উইম্বলডনের প্রথম দিন কিছু পাওয়ার-প্যাকড পারফরম্যান্সের সাক্ষী থাকল। নোভাক জকোভিচ (Novak Djokovic) ও অ্যান্ডি মারের (Andy Murray) মতো মহাতারকারা যেমন পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডে। তেমনই আবার প্রথম রাউন্ডে ছিটকে গেলেন স্টেফানোস সিসিপাস (Stefanos Tsitsipas) ও পেত্রা কিটোভার (Petra Kvitova) মতো নাম। এসবের মাঝেই ঐতিহ্যবাহী টেনিস টুর্নামেন্টের আসরকে আলাদা করে আলোকিত করল অধ্যাপিকা ডেম সারা ক্যাথরিন গিলবার্টের উপস্থিতি।
আরও পড়ুন: Wimbledon 2021: শুরুতেই জোড়া অঘটন, ছিটকে গেলেন Tsitsipas ও Kvitova
সেন্টার কোর্টের রয়্যাল বক্সে উইম্বলডন আয়োজকদের আমন্ত্রণে উপস্থিত ছিলেন করোনা টিকার কারিগর। সারা গিলবার্টের নাম ঘোষণা হতেই গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে তাঁকে করতালিতে অভিবাদন জানাল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford) ও অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca) ফার্মা কোম্পানির সৌজন্যে তৈরি হওয়া জীবনদায়ী কোভিশিল্ড (Covisheild) তৈরির নেপথ্যে ছিলেন গিলবার্ট। টেনিসের মহারাজকীয় আসর দেখতে সারার সঙ্গেই সেন্টার কোর্টে ছিলেন ব্রিটেনের ন্যাশনাল হেল্থ সার্ভিসের (এনএইচএস NHS) কর্মীরা। করোনা যোদ্ধাদের করতালিতেই কুর্নিস জানালো উইম্বলডন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)