জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ৭২৩ দিন পর যেন হাঁফ ছেড়ে বাঁচলেন! কেন উইলিয়ামসন (Kane Williamson) শেষ কবে শতরান করেছিলেন, সেটা মনে করতে হলে ফিরে যেতে হবে ১ বছর ১১ মাস ২৪ দিন আগে। ক্রাইস্টচার্চে এই পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধেই গত বছর ৪ জানুয়ারিতে শতরান পেয়েছিলেন নিউজিল্যান্ডের (New Zealand) প্রাক্তন অধিনায়ক। পরে ৩৬৪ বলে ২৩৮ রানে থেমেছিলেন তিনি। এদিন ২২২ বলে ১০৫ রানে অপরাজিত রইলেন। তাঁর ইনিংস ১১টি চার দিয়ে সাজানো ছিল। তবে শতরান করার আগে তিনবার 'জীবন' ফিরে পেয়েছিলেন উইলিয়ামসন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিনের হিসেবে ৭২৩ দিন পর ফের একবার তিন অঙ্কের দেখা পেলেন উইলিয়ামসন। করাচি টেস্টে তৃতীয় দিনে তাঁর ১০৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৬ উইকেটে ৪৪০ রান তুলে দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। ২ রানের লিড পেয়েছে কিউইরা। বিনা উইকেটে ১৬৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। সকালের দিকেই শতরান ১১৩ রানে ফিরে যান ওপেনার টম ল্যাথাম (Tom Latham)। ৯২ রান করে আউট হয়ে যান আর এক ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway)। 


লাথামকে আউট করেন স্পিনার আবরার আহমেদ। উইলিয়ামসন তিনে নেমে লাথামের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন। এরপর হেনরি নিকোলসের (২২) সঙ্গে ৪১ এবং ড্যারিল মিচেলের (৪২) সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন। নিকোলসকে তুলে নেন নোমান, মিচেলকে ফেরান আবরার। পঞ্চম উইকেটে টম ব্লান্ডেলের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ৪৭ রান করা ব্লান্ডেলকে তুলে নেন মহাম্মদ ওয়াসিম।



আরও পড়ুন:  Babar Azam, NZ vs PAK: এক টেস্টে তিন 'অধিনায়ক'! নিয়ম ভেঙে তীব্র বিতর্কে পাকিস্তান


আরও পড়ুন:  Virat Kohli, ICC Test Rankings: টেস্টে কোহলির 'বিরাট' অধঃপতন, র‍্যাঙ্কিংয়ে অনেকটা এগোলেন অশ্বিন-শ্রেয়স


১২৯তম ওভারে ওয়াসিমকেই মিড অফের দিকে খেলে সিঙ্গেল নিয়ে টেস্ট কেরিয়ারের ২৫তম শতরান করেন উইলিয়ামসন। তবে ব্যক্তিগত ১৫ ও ২১ রানে আউট হতে পারতেন। নোমানের স্পিনে তাঁকে দুবারই স্টাম্পড করার সুযোগ নষ্ট করেন উইকেটকিপার সরফরাজ আহমেদ। এর আগে ব্যক্তিগত ১৩ রানে এলবিডব্লিউ হওয়া থেকেও বেঁচে যান উইলিয়ামসন। 


শেষ পর্যন্ত শতরান করে ‘জীবন’ পাওয়ার দারুণ সদ্ব্যবহার করলেন উইলিয়ামসন। টেস্ট ক্রিকেটে এখন যে ‘ফ্যাব ফোর’ হিসেবে বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট এবং উইলিয়ামসনকে ধরা হয়—এই চারজনের মধ্যে টেস্টে শতরানের সংখ্যায় উইলিয়ামসনই সবার পিছনে। স্মিথ ২৯, রুট ২৮, কোহলি ২৭ এবং উইলিয়ামসনের ঝুলিতে ২৫টি শতরান আছে।  


উইলিয়ামসনের আগে নিউজিল্যান্ডের ওপেনারদের মধ্যে সর্বোচ্চ ১৩টি শতরান করার কীর্তি গড়েন ল্যাথাম। ২৮৮ মিনিট ব্যাট করে ১০ বাউন্ডারিতে তাঁর ইনিংস সাজানো ছিল। ওপেনিং জুটিতে কনওয়েকে নিয়ে ১৮৩ রানের জুটি গড়েন লাথাম। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে নিউজিল্যান্ডের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড নতুন করে লেখেন দু'জন। ২০০১ সালে হ্যামিল্টন টেস্টে ১৮১ রানের জুটি গড়েছিলেন মার্ক রিচার্ডসন ও ম্যাথু বেল। প্রথমে ব্যাট করে পাকিস্তান প্রথম ইনিংসে তুলেছিল ৪৩৮ রান।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)