জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের পেস বোলাররা চূড়ান্ত সমালোচিত হচ্ছেন। পাক পেসব্রিগেডে নিঃসন্দেহে বিশ্ববন্দিত। কিন্তু সম্প্রতি তাঁরা সুনামের বিচার করতে পারছেন না। দলের এক নম্বর পেসার শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) অবর্তমানে বাকিরা ধুঁকছে। প্রাক্তন অজি স্পিডস্টার শন টেটকে (Shaun Tait) পাকিস্তান কোচ করে এনেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি করাচি টেস্টের, চতুর্থ দিনের শেষে সাংবাদিক বৈঠকে এসেছিলেন টেট। এক পাক সাংবাদিক টেটকে পাক বোলারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করেছিলেন! আর প্রশ্ন শুনেই অগ্নিশর্মা হয়ে যান পাক বোলিং কোচ। এরপরে সেই সাংবাদিকের সঙ্গে টেটের উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়ে যায়। গরমাগরম কথোপকথনের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাংবাদিক প্রশ্ন করেন, 'বিগত পাঁচটি টেস্ট ম্যাচে পাকিস্তানের ফাস্ট বোলার ও স্পিনারদের পারফরম্যান্স একেবারেই কহতব্য নয়। এই হোম সিজনে আপনি কীভাবে নিজের এই সার্বিক পারফরম্যান্স দেখছেন? টেট সঙ্গে সঙ্গে বলেন, 'সেটা আপনার মত।' মিডিয়া বৈঠকের শেষে ফের একবার এই প্রসঙ্গ তুলে আনেন ওই সাংবাদিক। তিনি বলেন, 'দেখুন মাজিদ ভাটির (পাক সাংবাদিকের নাম) মত এটি নয়। গোটা দেশেরই মত যে, পাকিস্তান ভালো বল করেনি। আমি কথা বলছি ফাস্ট বোলারদের নিয়ে। আপনি নিজে কি বোলিং কোচ হিসাবে তৃপ্ত? টেট মেজাজ ঠিক রাখতে না পেরে বলেন, 'আপনি প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দিচ্ছেন। এটা আপনার মত। আপনিই বলছেন পারফরম্যান্স ভালো নয়। আমার আর কী বলার থাকতে পারে! আমি বলব, আমি খুশি।'



পাক সফরে নিউজিল্যান্ড এসেছে জোড়া টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে। দুই দলের মধ্যে প্রথম টেস্ট ড্র হয়ে যায়। দ্বিতীয় টেস্টের খেলা চলছে (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)। এমনিতেই অত্যন্ত পাটা পিচ বানানোর জন্য পাকিস্তান সমালোচিত হচ্ছে সারা দুনিয়ায়। তার ওপর বোলারদের পারফরম্যান্সও একদমই পাতে দেওয়ার মতো নয়। পাকিস্তান ক্রিকেট মোটেই ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না। কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামার আগে, নিজেদের ঘরের মাঠে বাবর আজমের দল ০-৩ হোয়াইটওয়াশ হয়েছে বেন স্টোকসের ইংল্যান্ডের । এই প্রথম পাকিস্তান তাদের ঘরের মাঠে লালবলের ক্রিকেটে চুনকাম হয়েছে। লজ্জার ইতিহাস লিখেছেন বাবররা। এই ঘটনার পরেই রামিজ রাজাকে সরতে হয়েছে পিসিবি-র প্রধান পদ থেকে। এখন ফের দায়িত্বে নামাজ শেঠি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)