নিজস্ব প্রতিবেদন : এবার নারীঘটিত কাণ্ডে জড়িয়ে গেলেন পাকিস্তানের ক্রিকেটার ইমাম উল হক। একাধিক মহিলার সঙ্গে হোয়াটসঅ্যাপে প্রেমের অভিনয় করে সংবাদ শিরোনামে প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হকের ভাইপো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



টুইটারে ইমারের কীর্তি ফাঁস করে এক ব্যক্তি দাবি করেছেন, এক সঙ্গে সাত জন মহিলার সঙ্গে প্রেমের অভিনয় করেছেন ইমাম। ইমাম উল হকের বিরুদ্ধে #MeToo-এর অভিযোগ এনে বিভিন্ন মহিলার সঙ্গে কথোপকথোনের স্ক্রিন শটও টুইটারে পোস্ট করেছেন।



শুধু তাই নয়, টুইটারে এক ব্যক্তি আরও দাবি করেছেন, ইমামের এই সব কীর্তিকলাপের প্রমাণ হিসেবে ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়ো আর ছবি তাঁর কাছে আছে। সংশ্লিষ্ট মহিলাদের অনুমতি নিয়ে পরে তা প্রকাশ করাও হতে পারে।



তবে ইমামের এই কাণ্ড তাঁর কেরিয়ারের ক্ষতি করতে পারে বলেও মনে করছেন অনেকেই। যদিও ইমাম নিজে দাবি করেছেন, তাঁকে ফাঁসানোর জন্য মেয়েরাই নাকি এই সব ভুয়ো প্রেমের অভিনয় করেছেন।


আরও পড়ুন - Oppo আর নয়, টিম ইন্ডিয়ার জার্সিতে নতুন স্পনসর এবার Byju's!