জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওডিআই ও সমসংখ্য়ক ম্যাচের টি-২০ আই সিরিজ খেলতে এসেছে পাকিস্তান (Pakistan Tour Of Australia 2024-25)! অজিরা মেলবোর্নে প্রথম ওডিআই ২ উইকেটে জিতে যায়, এরপর অ্যাডিলেডে দ্বিতীয় ওডিআই পাকিস্তান ৯ উইকেটে জিতে দারুণ ভাবে সিরিজে ফিরেছিল। রবিবার পারথে হয়ে গেল তৃতীয় তথা সিরিজের শেষ ওডিআই। শিরোপা ফয়সলার ম্যাচে মহম্মদ রিজওয়ানের ( Mohammad Rizwan) পাকিস্তান ৮ উইকেটে ম্যাচ ও সিরিজ ২-০ জিতে নিল। দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ জিতল পাকিস্তান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ক্রিকেট ছেড়ে 'ডাক্তারি' শুরু পাক নক্ষত্রের! নেটপাড়ার চর্চায় বাবরের এই ভিডিয়ো...


অস্ট্রেলিয়া টস হেরে, প্রথমে ব্য়াট করে মাত্র ১৪০ রান গুটিয়ে যায় ৩২ ওভারের ভিতর! শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ আগুনে বোলিং করেছেন পারথে। তিন উইকেট করে তুলে নিয়েছেন তাঁরা। হ্য়ারিস রউফ দু'টি ও মহম্মদ হাসনাইন একটি করে উইকেট নিয়েছেন। অজি ব্য়াটাররা দাঁড়াতেই পারেননি গতিতে ভরা পারথের পিচে। অজিদের হয়ে সর্বাধিক রান সিন অ্য়াবটের (৪১ বলে ৩০)। এক অঙ্কের রান করেছেন অস্ট্রেলিয়ার হাফ ডডন ব্যাটার। 



পাকিস্তান এই রান তাড়া করতে নেমে ২৭ ওভারের ভিতর ম্য়াচ বার করে নেয় হেসেখেলে। সইম আয়ুব ও আবদুল্লাহ শফিক ওপেন করতে নেমেছিলেন। ৫৩ বলে ৩৭ রান করে আবদুল্লাহ ফিরে যান। এরপর ৫২ বলে ৪২ রান করে ফেরেন আয়ুব। ১৮ ওভারের ভিতর ৮৫ রানে দুই উইকেট হারায় পাকিস্তান। এরপর প্রাক্তন অধিনায়ক বাবর আজম (৩০ বলে ২৮) ও অধিনায়ক হিসেবে অভিষেক করা রিজওয়ান (২৭ বলে ৩০) অপরাজিত থেকে  ম্যাচ বার করে আনেন। 


খেলার পর রিজওয়ান বলেন, 'এটা আমার এবং ভক্তদের জন্য বিশেষ মুহূর্ত। সব কৃতিত্বই বোলারদের দেব। অস্ট্রেলিয়ায় খেলতে এসে ওদের বিরুদ্ধে জেতা সহজ নয়। কিন্তু সইম এবং আবদুল্লাহ আমাদের হয়ে বেশ কিছু ম্যাচে দারুণ শুরুটা করেছিল।  আমরা জিতি বা হারি, ভক্তরা আমাদের ভালোবাসেন এবং সত্যিই এর প্রশংসা করি। ১০ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হয়েছেন হ্য়ারিস রউফ। আগামী ১৪ নভেম্বর টি-২০ আই সিরিজের শুরু। ব্রিসবেনে মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া।


আরও পড়ুন: জোড়া চমকে আগুনে স্কোয়াড অস্ট্রেলিয়ার, পারথে রোহিতদের অ্যাসিড টেস্ট নেবেন কারা?


 



 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)