যত কাণ্ড ইমরানের দেশে! দেশের নামের বানানও ভুল লিখল পাকিস্তান ক্রিকেট বোর্ড
আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় শুরু হয়ে যায়। রীতিমতো ট্রোলড পাকিস্তান ক্রিকেট বোর্ড।
নিজস্ব প্রতিবেদন: করোনা উদ্বেগ কাটিয়ে তিন ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রবিবারই ৩১ সদস্যের পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডে পৌঁছেছে। রবিবার বিশেষ চাটার্ড বিমানে লাহোর থেকে ম্যাঞ্চেস্টারে উড়ে যায় পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়ান ওয়েব সাইটে পাক ক্রিকেট দলের রওনা হওয়ার ছবি পোস্ট করে। আর সেখানেই যত বিপত্তি। ইংরেজি বানানে দেশের নাম ভুল! আর তা সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে বেশি সময় নেয়নি।
দেশ ছেড়ে ইংল্যান্ড রওনা হওয়ার আগে লাহোর বিমান বন্দরে সরফরাজ আহমেদ, আজহার আলি, বাবর আজমদের মাস্ট পড়া ছবি এবং চাটার্ড বিমানের ভিতর পাক ক্রিকেটারদের ছবি পোস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইট করে, Pakiatan team leave for England.. All the best boys!
‘Pakistan’ হয়ে গেল ‘Pakiatan’। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় শুরু হয়ে যায়। রীতিমতো ট্রোলড পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরে আবশ্য নিজেদের ভুল শুধরে নেয় পিসিবি।
আরও পড়ুন - আইসিসি এলিট প্যানেলে নজির গড়লেন এই ভারতীয় আম্পায়ার