ওয়েব ডেস্ক: ভারতীয় বোর্ডের কাছ থেকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ চাইল পাক ক্রিকেট বোর্ড। দুটি হোম সিরিজ না খেলার জন্য তারা সত্তর মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করল। সংবাদ সংস্থা এএনআই-এর দাবি, কয়েক দিনের মধ্যেই আইসিসি-র কাছে আবেদন জমা দিতে চলেছে পিসিবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৪ সালে একটি মউ স্বাক্ষর করেছিল দুই দেশের ক্রিকেট বোর্ড। তাতে বলা হয়েছিল, ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত দুই দল ছটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। তার মধ্যে চারটিই ছিল পাকিস্তানের মাটিতে। 


খেলা ও সন্ত্রাস একইসঙ্গে চলতে পারে না বলে মত ভারত সরকারের। সেজন্য পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে রাজি হয়নি বিসিসিআই। ভারত না খেলায় তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি পাক ক্রিকেট বোর্ডের। তারা সিরিজ চালু করার আবেদন জানায়। তবে তাতে সাড়া দেয়নি বিসিসিআই। তারা জানিয়ে দেয়, পাকিস্তানে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। 


চলতি বছরেই চ্যাম্পিয়নস ট্রফিতে দুবার পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। ফাইনালে সরফরাজদের কাছে হেরে মাঠ ছেড়েছিল বিরাটবাহিনী। 


আরও পড়ুন, প্রয়াত অভিনেতা টম অল্টার, দেখুন তাঁর নেওয়া সচিনের প্রথম টিভি সাক্ষাতকার