Dani Daniels: প্লেয়ারের বদলে কমেন্ট্রিতে তাঁর নাম, পর্নস্টারের ঠাট্টায় বিদ্ধ পাকিস্তান!
টেস্ট ক্রিকেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হলেও করাচিতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টটি মজার ছিল। পাকিস্তানের একজন ধারাভাষ্যকারকে সোশ্যাল মিডিয়ায় হাস্যকরভাবে ট্রোল করা হয়। তিনি পর্ন তারকা ড্যানি ড্যানিয়েলসকে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার এবং সহ ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সঙ্গে গুলিয়ে ফেলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেস্ট ক্রিকেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হলেও করাচিতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টটি মজার ছিল। পাকিস্তানের একজন ধারাভাষ্যকারকে সোশ্যাল মিডিয়ায় হাস্যকরভাবে ট্রোল করা হয়। তিনি পর্ন তারকা ড্যানি ড্যানিয়েলসকে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার এবং সহ ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সঙ্গে গুলিয়ে ফেলেন।
দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ম্যাট হেনরি এবং আজাজ প্যাটেলের মধ্যে শেষ উইকেটে ১০০ রানের পার্টনারশিপের কথা বলার সময় ধারাভাষ্যকার মরিসনকে ড্যানি ড্যানিয়েলস বলে সম্বোধন করেছিলেন। ভাইরাল হওয়া হাস্যকর ভিডিওটির জবাব দিয়েছেন ড্যানিয়েলস নিজেই। তিনি ট্যুইটে লিখেছেন ‘পুট মি ইন কোচ!’
অন্যদিক, টেস্ট ম্যাচের কথা বললে, পাকিস্তান সৌদ শাকিলের ধৈর্যশীল প্রথম টেস্ট সেঞ্চুরি এবং সরফরাজ আহমেদের আক্রমণাত্মক ৭৮ রানের উপর ভর করে বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে নিউজিল্যান্ডকে ৪১ রানে পিছনে ফেলে দিয়েছে। বাঁ-হাতি শাকিল সারাদিন ব্যাট করে ৩৪১ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন। আট ঘণ্টারও বেশি সময় চলে তাঁর ইনিংস। শেষের দিকে নিউজিল্যান্ডের স্পিনাররা চার উইকেট নিয়ে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে। চতুর্থ দিনের শুরুতে ইশ সোধি পাকিস্তানের ইনিংস শেষ করার আগে খাতায় ৪০৮ রান তোলে তারা।
নিজের শহরে ১৭টি বাউন্ডারি দিয়ে সাজানো জীবনের প্রথম সেঞ্চুরি করার পরে শাকিল বলেন, ‘যখন আমি ৯০-এর ঘরে প্রবেশ করি তখন আমি ১-২ ওভারের জন্য নার্ভাস হয়ে গিয়েছিলাম, কিন্তু সরফরাজ আমাকে বলেছিলেন টেনশন নাকরতে’। তিনি আরও বলেন, ‘সরফরাজ একজন সিনিয়র খেলোয়াড়, আমি তার স্পঙ্গে আমার কেরিয়ার শুরু করেছি। এটা ভালো যে আমি যখন সেঞ্চুরি করি তখন সে আমার সঙ্গে ছিল’।
নিউজিল্যান্ডের স্বল্প সময়ের পেসার ড্যারিল মিচেল ফাইনাল সেশনে পাকিস্তানকে চেপে ধরেন। এই সেশনে পাকিস্তান ৭০ রান করে। বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল (৩-৮৮) আগা সালমান (৪১) এবং হাসান আলীর (৪) উইকেট নিয়ে নেন।