ওয়েব ডেস্ক: পাকিস্তান এবং শ্রীলঙ্কা নিজেদের মধ্যে একটি দিনরাতের টেস্ট ম্যাচ খেলবে দুবাইতে। সামনেই দুই দলের টেস্ট সিরিজ হওয়ার কথা রয়েছে। সিরিজের একটি টেস্ট খেলা হবে দুবাইতে। যেটা গোলাপি বলে খেলা হবে এবং ম্যাচটি হবে দিনরাতের। আর সেক্ষেত্রে এটা হবে পাকিস্তানের দ্বিতীয় দিনরাতের টেস্ট ম্যাচ। কারণ, এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিনরাতের টেস্ট খেলেছে। এবং সেই টেস্টে পাকিস্তান জিতেওছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, 'দুই বোর্ডের কথাবার্তা হয়েছে। সম্ভাবত সিরিজে দুটো টেস্ট ম্যাচ, পাঁচটি একদিনের ম্যাচ এবং তিনটি টি২০ ম্যাচ খেলা হবে। সিরিজ সম্ভাবত শুরু হবে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রোনাল্ডোকে একেবারে ১৭ ধাপ পিছনে ফেলে দিলেন মেসি!


সূত্রের খবর, পাকিস্তানের পক্ষ থেকেই একটি দিনরাতের টেস্ট খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। আর সেই প্রস্তাবে রাজিও হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।আসলে দুই দেশের ক্রিকেট বোর্ডই বুঝতে পারছে যে, সম্প্রতি দিনরাতের টেস্ট খেলাটা দরকার হয়ে পড়েছে। সেক্ষেত্রে খেলা দেখতে আরও বেশি দর্শক আসবে। প্রসঙ্গত, ২০০৯ সালে পাকিস্তানে, শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার পরই সেই সিরিজ বন্ধ হয়ে যায়। তারপর, শ্রীলঙ্কা আর পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলেনি।


আরও পড়ুন  ভারতের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে মিঞাঁদাদ কী বলেছেন জানেন?