নিজস্ব প্রতিবেদন : ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক আম্পায়ারের। সোমবার করাচিতে ক্লাব পর্যায়ের ক্রিকেটে আম্পায়ারিং করছিলেন নাসিম শেখ। আচমকা মাঠেই তিনি লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে, পাকিস্তানের এই আম্পায়ারকে মৃত বলে ঘোষণা করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ না পেলেও পেশাদার আম্পায়ার হিসাবে বহু ম্যাচ পরিচালনা করেছেন ৫৬ বছর বয়সী নাসিম শেখ। করাচির গুলবার্গ এলাকার টিএমসি মাঠে লইয়ার্স টুর্নামেন্টের একটি ম্যাচে আম্পায়ারিং করছিলেন তিনি। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নাসিম। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


আরও পড়ুন - এবার রাহানেকে 'নাইট-ওয়াচম্যান' হতে বললেন মাস্টার ব্লাস্টার!