জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রান কাকে বলে, সম্ভবত ভুলে গিয়েছেন বাবর আজম (Babar Azam)! পাকিস্তানের অধিনায়ক ও তারকা ব্যাটার টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) ফের একবার ব্যর্থ হলেন। বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (Pakistan Vs South Africa) ডু-অর-ডাই ম্যাচে মুখোমুখি হয়েছে 'গ্রিন আর্মি'। এই নিয়ে টানা চার নম্বর ম্যাচে বাবর রান পেলেন না। ২৯ মিনিট ক্রিজে থেকে ১৫টি বল খেললেন তিনি। তাঁর ব্যাট থেকে এল মাত্র ৬ রান। লুঙ্গি নিদির বলে কাগিসো রাবাদার হাতে ক্যাচ তুলে দেন বাবর। বাবরের ধারাবাহিক ব্যর্থ শো দেখে হতাশ ক্রিকেট অনুরাগীরা। ট্যুইটারে তীব্র কটাক্ষের মুখে পড়লেন পাক অধিনায়ক।








COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ICC T20 World Cup 2022, IND vs BAN: কাপ যুদ্ধে মোক্ষম সময় ভারতের বিরুদ্ধে দুটি রান আউট! এবং টাইগার্সদের স্বপ্নভঙ্গ


চলতি ইভেন্টে বাবর ভারতের বিরুদ্ধে কোনও রান না করেই আউট হন প্রথম ম্যাচে। এরপর জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪ রান করে করেন। বাবর ৩০ বলে মোট ১৪ রান করেছেন চার ম্যাচে। তাঁর গড় ৩.৫০। স্ট্রাইক রেট ৪৬.৬৭। টি-২০ বিশ্বকাপের শেষ চারে যাওয়ার আশা বাঁচিয়ে রাখার জন্য পাকিস্তানকে এই ম্য়াচ জিততেই হবে। সিডনিতে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছে ১৮৫ রান। এখন দেখার প্রোটিয়া বাহিনী এই রান তাড়া করে জিততে পারে কিনা! বাবরের অফ ফর্ম নিয়ে সর্বত্র আলোচনা চলছে। তাঁর ক্যাপ্টেনসিও এসেছে স্ক্যানারের নীচে। যদিও পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে তাঁদের ভূমিপুত্রের সঙ্গেই। এখন দেখার বাবরের ভবিষ্যত কোন দিকে এগিয়ে যায়!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)