নিজস্ব প্রতিবেদন : ভারতীয় দল ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ৷ এমএস ধোনি দিব্যি ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে৷ রাঁচিতে থাকলে তিনি কখন কী করবেন কেউ জানেন না। কয়েকদিন আগেই রাঁচিতে স্থানীয় এক জলপ্রপাতের নিচে 'বাহুবলী'র ঢঙে দাঁড়িয়ে স্নান করার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। রাঁচিতে কিছুদিন আগেই নিজের বাড়ির সামনে বাইসাইকেলে চড়ে স্টান্ট দেখাতে শুরু করেন ধোনি৷ সেই ছবিও দিয়েছিলেন ইনস্টাগ্রামে। তবে এবার মেয়ে জিভার সঙ্গে মাহির খেলার ভিডিও পোস্ট করলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ট্রেন্ট ব্রিজে সৌরভকে টপকে গেলেন বিরাট


এর আগে মেয়ে জিভার সঙ্গে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন মাহি। কখনও স্নানের পর ড্রায়ার দিয়ে মেয়ে জিভার চুল শোকাচ্ছেন তো আবার কখনও জিভার নাচের ভিডিও পোস্ট করেছেন। এবার ইনস্টাগ্রামে যে ভিডিও ধোনি বেলুন নিয়ে খেলছেন।



ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে ধোনি ক্যাপশন দিয়েছেন 'ভেরি স্মার্ট' ৷ ভিডিওটি শ্যুট করেছেন ধোনির স্ত্রী সাক্ষী৷ মেয়েকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, "জিভা পাপা ভাল না খারাপ.... ?" তাতে জিভার 'স্মার্ট' উত্তর "তোমরা সবাই ভাল... ৷" আর সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷