নিজস্ব প্রতিবেদন: মন ছুঁয়ে নিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্যাট কামিন্স (Pat Cummins)৷ ভারতের এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়ালেন অজি স্পিডস্টার ৷ প্রধানমন্ত্রীর তহবিলে (PM CARES Fund) দিলেন ৫০ হাজার মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ লক্ষ ৩৬ হাজার ৭৫৯ টাকা) অনুদান৷ টুইটারে এক বিবৃতি দিয়ে এই কথা তিনি জানিয়েছেন৷ কামিন্স বাকিদেরও আবেদন করেছেন এগিয়ে আসার জন্য৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কামিন্স বলছেন, "ভারত আমার হৃদয়ের কাছের একটা দেশ৷ যখনই এখানকার মানুষের সান্নিধ্যে এসেছি তাঁদের উষ্ণতা ও মহানুভবতা পেয়েছি৷ এই মুহূর্তে ভারতের বহু মানুষের যন্ত্রণার কথায় আমি সত্যিই ব্যথিত৷ এই আলোচনা বারবার উঠে এসেছে যে, ভারতে করোনা সংক্রমণের হার যেখানে এত বেশি তার মধ্যে আইপিএল আয়োজন করা উপযুক্ত কি না! কিন্তু আমাকে এটা বলা হয়েছে যে, লকডাউন পরিস্থিতিতে কয়েক ঘণ্টার আইপিএল মানুষকে আনন্দ দেয়৷ নাহলে দেশের জন্য খুব কঠিন একটা সময়৷ এ কথা ভারত সরকারও জানে৷"


আরও পড়ুন: IPL 2021: COVID-19 কাঁপুনিতেও 'খেলা হবে'! জানিয়ে দিল Sourav Ganguly র BCCI


কামিন্স জানেন যে, এই মুহূর্তে ভারতে অক্সিজেনের জন্য হাহাকার চলছে৷ তাই তিনি চাইছেন তাঁর সামান্য অনুদানের টাকায় হাসপাতালে অক্সিজেন কেনা হোক৷ তিনি লিখেছেন, "কোটি কোটি মানুষের কাছে এই আইপিএলের মাধ্যমেই পৌঁছে যেতে পারি৷ আমি পিএম কেয়ার্স ফান্ডে আমার সামান্য অবদান রেখেছি৷ চাইব ওই টাকায় দেশের হাসপাতালগুলির জন্য অক্সিজেন কেনা হোক৷ আমি ৫০ হাজার মার্কিন ডলার দিয়েছি৷ আমি আবেদন করব বাকি আইপিএল প্লেয়ারদেরও এগিয়ে আসার জন্য৷" গতবছর কামিন্সকে ১৫ কোটি টাকায় দলে নিয়েছিল কেকেআর৷ এই মরসুমে তিনি শুধু মাঠেই অবদান রাখছেন না৷ ভারতের পাশে দাঁড়িয়ে জীবনের ময়দানেও মহাতারকা হয়ে উঠলেন৷