নিজস্ব প্রতিবেদন: হেলায় মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারিয়ে দিল পঞ্জাব কিংস (Punjab Kings)৷ শুক্রবার চিপকে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)৷ পঞ্জাবের অধিনায়কের মান রাখেন তাঁর বোলাররা৷ নিয়ন্ত্রিত বোলিংয়ে মুম্বইকে এদিন মুখ তুলতেই দিলেন না তাঁরা৷ ১৩১ রানে গুটিয়ে যায় মুম্বই৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মুম্বইয়ের যা খেলার একমাত্র খেলেলেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)৷ ঝকঝকে ফিফটি প্লাস ইনিংস খেললেন তিনি৷ এদিন ৫২ বলে ৬৩ রান করেন রোহিত৷ হিটম্যান মারলেন ৫টি চার ও দু'টি ছয় ৷ রোহিত ছাড়া বলার মতো রান সূর্যকুমার যাদবের (৩৩)৷ ফের একবার এই মরসুমে মুম্বইয়ের বিখ্যাত ব্যাটিং লাইন-আপের ব্যর্থতায় নেমে আসল দলের বিপর্যয়৷ নিয়মতি ব্যবধানে উইকেট হারাতে থাকে নীল জার্সিধারীরা৷ কোনও রকমে অতি কষ্টে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান স্কোরবোর্ডে তোলে মুম্বই৷ মহম্মদ শামি (Mohammed Shami) ও রবি বিশনোইরা জোড়া উইকেট নিলেন৷ একটি করে উইকেট পেলেন দীপক হুডা ও অর্শদীপ সিং৷


আরও পড়ুন: IPL 2021: বড় ধাক্কা খেল Rajasthan Royals, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন Jofra Archer


টি-২০ ক্রিকেটে ১৩০ রান ডিফেন্ড করে যেতাটা অসম্ভব না হলেও, রীতিমতো কঠিন, যদি না কোনও অঘটন ঘটে৷ কিন্তু পঞ্জাব হাসতে হাসতে এক উইকেট হারিয়ে এই রান তুলে দিল অনায়াসে৷ অধিনায়ক রাহুল রান তাড়া করতে নেমেছিলেন ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে৷ ওপেনিং জুটিতে ৫৩ রান তোলেন তাঁরা৷ ময়াঙ্ক ফিরে যান ২০ বলে ২৫ রানের ইনিংস খেলে৷ এরপর তিনে ব্যাট করতে নামা ক্রিস গেইল (Chris Gayle) ও রাহুল মিলেই ম্যাচ বার করে নেন হাতে ১৪ বল রেখে৷ রাহুল অপরাজিত থাকেন ৫২ বলে ৬০ রানের ইনিংস খেলে৷ গেইল নটআউট ছিলেন ৩৫ বলে ৪৩ রান করে৷