নিজস্ব প্রতিবেদন: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে তিনি সুযোগ পাননি। চলতি আইপিএল নিলামের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে ছেড়ে দিয়েছিল। তবে যুজবেন্দ্র চাহাল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জার্সি গায়ে চাপিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে, কেন তিনি দুরন্ত লেগ স্পিনার। ৬.৫ কোটি টাকায় বেঙ্গালুরু ছেড়ে রাজস্থানে আসা হরিয়ানার স্পিনার করছেন একের পর এক রেকর্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার আইপিএলের (IPL 2022) ৫২ নম্বর ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়েতে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস (Punjab Kings) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। পঞ্জাব প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে। এই ম্যাচে চাহাল চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৮ রান দিয়ে তিন উইকেট তুলে নেন চাহাল। এর সঙ্গেই চাহালের ঝুলিতে এই মরশুমে চলে এল ২২ উইকেট। 


আইপিএলের ইতিহাসে চাহাল প্রথম বোলার হিসাবে চার মরশুমে ২০-র বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন। চাহাল টপকে গেলেন কিংবদন্তি লাসিথ মালিঙ্গা (Lasith Malinga) ও সুনীল নারিনকে (Sunil Narine)। মালিঙ্গা-নারিনরা তিনবার ২০-র বেশি উইকেট পেয়েছিলেন। 


১) চাহাল- ২০১৫, ২০১৬, ২০২০ ও ২০২২ (আরসিবি-র হয়ে তিনবার ও রাজস্থানের হয়ে একবার)
২) মালিঙ্গা- ২০১১, ২০১২ ও ২০১৫ (মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে)
৩) নারিন- ২০১২, ২০১৩ ও ২০১৪ (কেকেআরের হয়ে)


আরও পড়ুন: Jos Buttler: 'জস দ্য বস'! অনন্য ইতিহাসে কোহলি-গেইলদের ক্লাবে এলেন বাটলার


আরও পড়ুন: RCB: লালের বদলে সবুজ জার্সিতে মাঠে নামছেন ফাফ-বিরাটরা! কিন্তু কেন?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)