নিজস্ব প্রতিবেদন: ফের একবার পেলের তালিকায় ব্রাত্য থাকলেন দিয়েগো মারাদোনা। বিশ্ব ফুটবলে সর্বকালের সেরা ফুটবলার কে? প্রশ্নটা উঠলেই তুলনা চলে আসে পেলে আর মারাদোনার মধ্যে। একদিকে তিনটে বিশ্বকাপজয়ী পেলে, অন্যদিকে ছিয়াশি বিশ্বকাপের নায়ক আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো মারাদোনা। তবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মারাদোনাকে কোনও নাম্বারে দিচ্ছেন না ব্রাজিলিয়ান পেলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সম্প্রতি এক সাক্ষাৎকারে ৭৯ বছর বয়সী কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার বলছেন, "রাজা একজনই হয়। আর পেলে সবার আগে।"  সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় জিকো, রোনাল্ডিনহো, রোনাল্ডো, বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুয়েফকে রাখলেও মারাদোনাকে রাখেননি পেলে।
 


একইসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ইদানিংকালের সেরা ফুটবলার বলছেন তিনি। আর্জেন্টিনার লিওনেল মেসির থেকে পর্তুগিজ তারকা সিআর সেভেনকে এগিয়ে রাখছেন কিংবদন্তি পেলে। রোনাল্ডোকে এগিয়ে রাখার ক্ষেত্রে পেলের যুক্তি, গত ১০ বছরে রোনাল্ডো, মেসির থেকে অনেক বেশি ধারাবাহিক।


আরও পড়ুন - করোনায় আক্রান্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টেনিস তারকা রজার ফেডেরার