Pele, Messi: `আজ দিয়েগো হাসছে...`, পেলের চোখে শ্রেষ্ঠ মেসি
ফিফা বিশ্বকাপের ফাইনালের পরে, ব্রাজিল ফুটবলের কিংবদন্তি পেলে সোশ্যাল মিডিয়ায় মেসির বিষয়ে এক অসাধারণ পোস্ট শেয়ার করেছেন এবং `প্রিয় বন্ধু` এমবাপের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। পেলে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং স্বীকার করেছেন যে মেসি ট্রফি জয়ের যোগ্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লুসেল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে নাটকীয় জয়ের মাধ্যমে আর্জেন্টিনাকে দীর্ঘ প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ ট্রফি এনে দিলেন মেসি। আর্জেন্টিনার এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পর রবিবার লিওনেল মেসি ‘ফুটবল সম্পূর্ণ করেছেন’। মাত্র ৯৭ সেকেন্ডের ব্যবধানে কিলিয়ান এমবাপের অত্যাশ্চর্য ডাবল স্কোর মেসি এবং ডি মারিয়ার প্রথমার্ধের গোলের ব্যবধান ঘুচিয়ে খেলা নিয়ে যায় অতিরিক্ত সময়ে। ২৩ বছর বয়সী এমবাপে এই ম্যাচে দুবার গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। আর্জেন্টিনা শেষ পর্যন্ত ফ্রান্সকে ৪-২ গোলে পেনাল্টি শুটআউটে হারিয়ে দেয়। ৩৬ বছর পরে তাদের প্রথম বিশ্বকাপ ট্রফি জিতে নিল আর্জেন্টিনা।
ফাইনালের খেলার পরে, ব্রাজিলের ফুটবলের কিংবদন্তি পেলে সোশ্যাল মিডিয়ায় মেসির বিষয়ে এক গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করেছেন এবং ‘প্রিয় বন্ধু’ এমবাপের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।
পেলে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং স্বীকার করেছেন যে মেসি ট্রফি জয়ের যোগ্য। ১৯৬৬ সালের পরে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করার জন্য তিনি এমবাপের প্রশংসা করেন। পাশপাশি মরক্কোর সেমিফাইনাল পর্যন্ত রূপকথার দৌড়ের বিশেষ প্রশংসা করেছিলেন তিনি।
তিনি বলেন, ‘আজ, ফুটবল তার গল্প বলে চলেছে বরাবরের মতো একটি চিত্তাকর্ষক উপায়ে। মেসি তার প্রথম বিশ্বকাপ জেতা, তার প্রাপ্য। আমার প্রিয় বন্ধু, এমবাপে, ফাইনালে চার গোল করেছেন। আমাদের খেলাধুলার ভবিষ্যতের জন্য এই খেলা দেখা অসাধারণ একটি উপহার ছিল। এবং আমি অবিশ্বাস্য খেলার জন্য মরক্কোকে অভিনন্দন জানাতে ভুলতে পারিনা। আফ্রিকার জ্বলে উঠতে দেখে দারুণ লাগছে। অভিনন্দন আর্জেন্টিনা! অবশ্যই ডিয়েগো এখন হাসছে’।
রবিবার এমবাপে পর পর দুটি বিশ্বকাপ শিরোপা জেতার লখ্যে খেলতে নামেন। জিতলে পেলের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই জয় পেতেন তিনি। বিশ্বকাপ জিতলেও এমবাপ্পে শেষ পর্যন্ত পেলের আরেকটি রেকর্ড সমান করেন। বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড এখন দুজনের দখলে। দু'জনই বর্তমানে ১২ গোল করে ষষ্ঠ স্থানে রয়েছেন।
মেসি এবং এমবাপে একে অপরের বিরুদ্ধে, রবিবার লুসেল স্টেডিয়ামে নামলেও এই মাসের শেষের দিকে তারা ফের লিগ ১ অভিযান শুরু করবেন একসঙ্গে প্যারিস সেন্ট-জার্মেইনের ড্রেসিংরুমে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)