নিজস্ব প্রতিবেদন:  একুশ বছর পর গোয়ার মাটিতে কলকাতা ডার্বি। এর আগে গোয়ায় মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ শেষবার হয়েছিল ১৯৯৯ সালের ২ মার্চ জাতীয় লিগে। শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হবে এসসি ইস্টবেঙ্গলের। প্রথম ম্যাচেই সামনে এটিকে মোহনবাগান। মহাযুদ্ধের আগে ইস্টবেঙ্গলে হাই পড নামে অত্যাধুনিক প্রযুক্তি আনা হল সুদূর মার্কিন মুলুক থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কী এই হাই পড?
৩১ ফুট উঁচু স্ট্যান্ডের মাথায় ক্যামেরা লাগানো থাকে। যা পুরো একটা ফুটবল মাঠের ছবি ধরতে পারবে। যা খুব সহজেই ফুটবলারদের পজিশন বলে দেবে ছবির মাধ্যমে। যার ফলে ভিডিয়ো এনালিস্টের কাজের অনেকটাই সুবিধা  করে দিচ্ছে। লাল-হলুদের ভিডিয়ো এনালিস্ট যোশেফ ওয়াসমলি, মঙ্গলবার অত্যাধুনিক এই প্রযুক্তি নিয়ে মাঠে নেমেছিলেন অনুশীলনে।


 




এসসি ইস্টবেঙ্গলও ডার্বিতে নামার জন্য মুখিয়ে রয়েছে। লিভারপুল কিংবদন্তি রবি ফাউলারের তত্ত্বাবধানে জোরকদমে প্রস্তুতি চলছে লাল-হলুদ শিবিরে। ডার্বির প্রস্তুতি হিসেবে প্রতিদিনই সেট পিস অনুশীলন করাচ্ছেন কোচ রবি ফাউলার। মাঘোমা, পিলকিংটন, জেজেরা জয় দিয়েই সুপার লিগে অভিযান শুরু করতে মরিয়া।



আরও পড়ুন - ISL 2020-21: সেয়ানে সেয়ানে লড়াই, জামশেদপুরকে হারাল চেন্নাইয়ন এফসি