ওয়েব ডেস্ক: আগামীকাল কোপায় হাড্ডাহাড্ডি ম্যাচ। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি পেরু-কলম্বিয়া। টানা তৃতীয়বার কোপার সেমিফাইনালে ওঠার হাতছানি পেরুর সামনে। অন্যদিকে পেরুকে কড়া চ্যালেঞ্জ দেওয়ার জন্য প্রস্তুত দুরন্ত ফর্মে থাকা কলম্বিয়া।


শনিবার সকালে কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি পেরু ও কলম্বিয়া। টানা তৃতীয়বার কোপার সেমিফাইনালে ওঠার হাতছানি পেরুর সামনে। তারওপর ব্রাজিলকে গ্রুপ লিগের শেষ ম্যাচে হারিয়ে ফুটছে রিকার্ডো গারেসার দল। ১৯৯৭ সাল থেকে প্রতিবার কোপার নক আউটে উঠেছে পেরু। তারওপর ফ্যিজিকাল ফুটবল খেলতে ভালোবাসে লাতিন আমেরিকার এই দেশ। অন্যদিকে এবারের কোপায় গ্রুপ লিগের শেষ ম্যাচে হারলেও দুরন্ত ফর্মে পাওয়া গিয়েছে কলম্বিয়াকে। প্রথম দুটো ম্যাচে গোল করে দলকে ভরসা দিয়েছেন হামেস রডরিগেজ। নক আউটের দ্বৈরথে সেই হামেসের দিকেই তাকিয়ে কলম্বিয়া।