ওয়েব ডেস্ক: আগামী ১৮ থেকে ২১ জুন, চার দিনের 'দিনে-রাতের ম্যাচ' প্রথমবার আয়োজিত হতে চলেছে ইডেনে। কলকাতায় প্রথম তো বটেই, ভারতেও গোলাপি বলের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে প্রথমবার। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন ভারত-নিউজিল্যান্ড দিনে-রাতের টেস্ট ম্যাচের আগে এটাই হল 'অ্যাসিড টেস্ট'। আর এই টেস্টে ভারতেরই দুই টেস্ট ক্রিকেটার প্রথমবার 'গোলাপি' চ্যালেঞ্জকে প্রথম স্বাগত জানাতে চলেছেন। হয়ত এই দুই'ই কোহলির টেস্ট স্কোয়াডে থাকেবন। কারা এই দুই? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলার দুই প্রতিভামান ক্রিকেটার, প্রথমজন ডানহাতি ফাস্ট বোলার মহম্মদ সামি, আর দ্বিতীয়জন ভারতের টেস্ট দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা।



এই দুই ক্রিকেটারই ১৮ জুন ইডেনে নামবেন মোহনবাগানের হয়ে। প্রতিপক্ষ ভবানীপুর।বৃষ্টির ভ্রূকুটি উপেক্ষা করে ইডেনে ম্যাচ হলে মোহনবাগান ও ভবানীপুরই হবে ভারতের প্রথম দুই ক্লাব যারা ঘরের মাটিতে প্রথমবার গোলাপি বলের ক্রিকেট ম্যাচ খেলবে।