জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ!'রবি ঠাকুরের কবিতার এই লাইনগুলো ভীষণ ভাবে খাটে ফুটবল গ্রহের উজ্জ্বল মহানক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জন্য। তিনি 'ভক্তের ভগবান'। অগুণিত অনুরাগীর আগুনে অনুপ্রেরণা, তাঁদের লড়াই করে বেঁচে থাকার কারণও বটে। রোনাল্ডো ফ্যানদের কাছে ঠিক কী, সেই ছবিটাই ফুটে উঠল উয়েফা ইউরো কোয়ালিফায়ার্সে (UEFA EURO Qualifiers) পর্তুগাল বনাম বসনিয়া ও হার্জেগোভিনার (Portugal vs Bosnia & Herzegovina) ম্যাচে। রোনাল্ডোদের দেশে খেলতে এসেছিল বলকান উপদ্বীপের এই দেশ। লিসবনের এস্তাদিও দা লুজে পর্তুগাল এই ম্যাচে ৩-০ গোলে জিতে নেয়। বার্নার্ডো সিলভা (৪৪') ও ব্রুনো ফার্নান্ডেজের (৭৭', ৯০+৩') জোড়া গোলে জেতেন রবার্টো মার্টেনেজের (Roberto Martinez) শিষ্যরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন কোচের অধীনে তৃতীয় ও দেশের জার্সিতে ১৯৯ নম্বর ম্যাচ খেলেতে নেমেছিলেন সিআর সেভেন। খেলা চলাকালীনই নিরাপত্তারক্ষীদের বুড়ো আঙুল দেখিয়ে, মাঠে ঢুকে পড়েন এক তরুণ পর্তুগিজ ফ্যান। তাঁর হাতে ধরা ছিল দেশের পতাকা। তিনি ছুট্টে চলে আসেন রোনাল্ডোর কাছে। সিআর সেভেনকে কোলে তুলে, পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। এখানেই শেষ নয়, রোনাল্ডোর সামনেই করেন সিগনেচার 'সিউ' সেলিব্রেশন। তবে রোনাল্ডো মোটেও রাগ করেননি এই ঘটনায়। বরং ফ্যানকে স্নেহের আদরে মুড়িয়ে দিলেন সিআরসেভেন। রাতারাতি সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।