নিজস্ব প্রতিবেদন: দুই বছর হয়ে তিনি নেই। কালের নিয়মে তাঁর শরীর অতীত হয়ে গিয়েছেন। তবে প্রদীপ বন্দ্যোপাধ্যায় (PK Banerjee) এখনও বঙ্গ ফুটবলপ্রেমীদের মনে সমানভাবে বিরাজ করছেন। তাঁর পিকে-এর ৮৬তম জন্মদিনের (PK Banerjee Birthday) প্রতি মুহূর্তে সেটা বারবার ফুটে উঠল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহিলা ফুটবলের উন্নতির জন্য তিনি বরাবর সরব হয়েছিলেন। এবার পিকে ও তাঁর স্ত্রী আরতি বন্দ্যোপাধ্যায়ের নামে মহিলা ফুটবলের একটি অ্যাকাডেমি গড়ার পরিকল্পনা করছেন তাঁর ভাই ও সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। দাদা-র ছবিতে মালা দিয়ে সেটাই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। 


 



প্রসূন বলেন, "দাদা বরাবরই মহিলা ফুটবলের উন্নতির জন্য সরব হয়েছিলেন। সেইজন্য আমরা ওঁর বাড়ির ঠিক বিপরীত দিকের মাঠে মহিলা ফুটবলের উন্নতির জন্য একটি অ্যাকাডেমি গড়ার পরিকল্পনা নিয়েছি। আশাকরি কয়েক মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে।" 



পিকে নেই। তবে তাঁর স্মৃতি এই বাড়ির অনাচাকানাচে ছড়িয়ে রয়েছে। জন্মদিন উপলক্ষে তৈরি হয়েছে পিকে-র পছন্দের বিভিন্ন পদ। বাবার আদর্শ নিয়েই এগিয়ে চলেছেন। এমনটাই জানালেন বড় মেয়ে পলা বন্দ্যোপাধ্যায়। 


পিকে কন্যার প্রতিক্রিয়া, "বাবা খুবই আমুদে মানুষ ছিলেন। খেতে ও খাওয়াতে খুব ভালবাসতেন। সেইজন্য আজ ওঁর প্রিয় পদের আয়োজন করা হয়েছে। শুধু তো খাওয়া দাওয়া নয়, বাবা আমাকে বরাবর প্রেরণা জুগিয়েছেন। বাবার সেই আদর্শ বজায় রেখেই আমি এগিয়ে যাচ্ছি।" 


সকালেই 'পিকে'-এর বাড়িতে চলে এসেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। ফুল দিয়ে জানালেন প্রবাদপ্রতিম কোচকে শ্রদ্ধার্ঘ্য। তারপর জানালেন প্রয়াত কোচকে নিয়ে নিজের আবেগের কথা। 


তিনি বলছিলেন, "উনি বেঁচে থাকার সময় প্রতি বছর সকালে ধুতি-পাঞ্জাবি নিয়ে চলে আসতাম। সেই ধুতি-পাঞ্জাবি গায়ে চাপিয়ে তিনি ছবি তুলতেন। সেই দিনগুলো আজ খুব মনে পড়ছে।"  


পিকে-র বাড়ির একেবারে বিপরীতে রয়েছে এই মাঠ। একটা সময় হুইল চেয়ার নিয়ে এই মাঠের ধারে সকাল-বিকেল বসে থাকতেন প্রাক্তন কোচ। সেই মাঠ এ বার থেকে 'পিকে'-এর নামে পরিচিতি পাবে। জানিয়ে গেলেন বিধান নগর নগর নিগমের প্রধান কৃষ্ণা বসু। 


আরও পড়ুন: Diego Maradona: চিকিৎসকদের গাফিলতিতে কি মারাদোনার মৃত্যু? তদন্তে আর্জেন্টিনা সরকারের বড় পদক্ষেপ


আরও পড়ুন: ISL, ATK Mohun Bagan: রক্ষণ মজবুত করতে এটিকে মোহনবাগানে এলেন ব্রেন্ডন হ্যামিল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)