নিজস্ব প্রতিবেদন: শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি ফুটবলার পি কে ব্যানার্জী। স্নায়ুজনিত সমস্যার কারণে মঙ্গলবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দীর্ঘদিন ধরেই স্নায়ুর সমস্যায় ভুগছিলেন পিকে। মঙ্গলবার সকালে সল্টলেকের বাড়িতে হঠাতই অসুস্থ বোধ করেন তিনি। তারপরই তাঁকে নিয়ে যাওয়া হাসপাতালে। স্নায়ুরোগ বিশেষজ্ঞ সুনন্দন বসুর অধীনে ভর্তি করা হয় তাকে। সিটি স্ক্যান করা হয়েছে পি কে-র।এখন তার অবস্থা অনেকটাই স্থিতিশীল।


সদ্য এটিকে-র সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণ চুক্তি নিয়ে আপত্তির কথা জানিয়েছেন ৮৪ বছর বয়সী পিকে বন্দ্যোপাধ্যায়। ক্লাবকর্তাদের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন। পিকে বলেছেন, মোহনবাগানের ইতিহাসে লজ্জাজনক ব্যাপার ঘটল। সবুজ মেরুন জার্সির মূল্য বোঝার ক্ষমতা নেই ক্লাবকর্তাদের। 


আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় চাহলের খালি গায়ে ছবি পোস্ট করে খুনসুটি রোহিতের