নিজস্ব প্রতিবেদন : ২০১৯ লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতের প্রতিটি নাগরিক যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তা সুনিশ্চিত করতেই টুইটারে বিখ্যাত ক্রীড়াব্যাক্তিত্বদের মাধ্যমে আবেদন জানিয়েছেন তিনি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



একটি টুইটে মুম্বইয়ের কিংবদন্তিদের সঙ্গে সচিন তেন্ডুলকরকে ট্যার করে মোদী লিখেছেন, "২০১৯ সালের নির্বাচনে আরও নাগরিকদের এগিয়ে আসতে হবে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে অনুপ্রাণিত করার জন্য আমি বিনীতভাবে এই অসাধারণ ব্যক্তিদের অনুরোধ করছি।
একটি ভোটের মাধ্যমেই মানুষের কণ্ঠস্বর শোনা।"



টিম ইন্ডিয়ার তিন তারকা অধিনায়ক বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মাকে ট্যার করে প্রধানমন্ত্রী লিখেছেন, "আপনারা সবসময়ই ক্রিকেট মাঠে অসামান্য রেকর্ড গড়েন, কিন্তু এইবার আসন্ন নির্বাচনে ভোটারদের নতুন রেকর্ড স্থাপন করতে ১৩০ কোটি মানুষকে অনুপ্রাণিত করবেন। আর সেটা যখন হবে, তখনই গণতন্ত্রের জয় হবে!"



তিন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ এবং বীরেন্দ্র সেওয়াগকে ট্যাগ করে নরেন্দ্র মোদী লিখেছেন, "ক্রিকেট পিচে আপনাদের অনেক বীরত্বে লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত হয়েছে।
আসুন, এবার আবার মানুষকে অনুপ্রাণিত করার সময় হয়েছে, এবার রেকর্ড সংখ্যায় ভোট দিতে হাজির হতে হবে।"



শুধুমাত্র ক্রিকেটার নয়, বক্সার থেকে ব্যাডমিন্টন তারকা এমনকী কুস্তিবিদদেরও বিভিন্ন ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যাগ করেছেন।


আরও পড়ুন - যাঁরা ধোনির সমালোচনা করেন, তাঁদের কোনও ধারনা নেই কি বলছে : শেন ওয়ার্ন