জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবার্ট লেওয়ানডস্কির (Robert Lewandowski) নেতৃত্বে ২৬ সদস্যের পোল্যান্ড টিম এসেছে বিশ্বকাপ (FIFA World Cup 2022) খেলতে। কিন্তু বাকি আর পাঁচটা দেশের মতো আসেনি 'দ্য ইগলস'। লেওয়ানডস্কিরা প্রায় ৪০০০ কিলোমিটার পথ উড়ে এসেছেন জোড়া এফ-সিক্সটিন (F-16) যুদ্ধবিমানের পাহারায়। এখন প্রশ্ন কেন লাল-সাদা জার্সিধারীরা এরকম নিরাপত্তা পেলেন? কারণ সম্প্রতি ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের এক গ্রামে ধেয়ে এসেছে এক ক্ষেপনাস্ত্র। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। মনে করা হচ্ছে ওই ক্ষেপনাস্ত্র এসেছে রাশিয়া থেকে। এহেন ঘটনার পরেই পোল্যান্ডের ফুটবলারদের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে কোনও রকম সমঝোতা করতে চায়নি মাতেউজ মোরাভিয়াস্কির দেশ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনWatch | FIFA World Cup 2022: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিরাট ভবিষ্যদ্ধাণী! অঙ্ক বলে দিচ্ছে চ্যাম্পিয়ন কারা



আরও পড়ুনWatch | FIFA World Cup 2022: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিরাট ভবিষ্যদ্ধাণী! অঙ্ক বলে দিচ্ছে চ্যাম্পিয়ন কারা


এবার কাতারে পোল্যান্ডের সঙ্গে গ্রুপ সি-তে রয়েছে আর্জেন্টিনা, সৌদি আরব এবং মেক্সিকো। লেওয়ানডস্কিরা প্রথম ম্যাচ খেলবেন ২২ নভেম্বর। মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামবেন তাঁরা। এরপর ২৬ নভেম্বর পোল্যান্ডের প্রতিপক্ষ সৌদি। আগামী ১ ডিসেম্বর আর্জেন্টিনার সঙ্গে খেলবে পোল্যান্ড। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে জড়িয়ে গিয়েছে পোল্যান্ডের নামও। ফলে এহেন পাহারা ছাড়া আসা সম্ভব ছিল না পোলিশদের।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)