নিজস্ব প্রতিবেদন: চাহলকে বিদ্বেষমূলক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে যুবরাজ সিংকে। যুবির মুখে এই ধরণের কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন তাঁর ফ্যানেরা। ভক্তরা এও বলেছেন, চাহলের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়া জুড়ে 'যুবরাজ সিং মাফি মাঙ্গো' ট্যাগে ভরে যায়। ওই ঘটনার জেরে এবার বেকায়দায় পড়ে গেলেন যুবরাজ সিং। সরাসরি তাঁর বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করা হল!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Zee News সূত্রে জানা গিয়েছে, টিকটক ভিডিয়োতে যুজবেন্দ্র চাহলকে ওই রকম বিদ্বেষমূলক মন্তব্যের জেরে দলিত অধিকার কর্মী এবং আইনজীবী রজত কলসন হানসিতে পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন।


লকডাউনে টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মার সঙ্গে ক্রিকেট নিয়ে ইনস্টাগ্রামে আড্ডা দিয়েছিলেন যুবরাজ সিং। ইনস্টাগ্রাম চ্যাটের মাঝখানে হঠাত্ই ঢুকে পড়েন ভারতীয় দলের রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহল। তখনই মজা করে মন্তব্য করেন যুবি। যুজবেন্দ্র চাহলকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেন যুবরাজ সিং- অংশটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এরপরেই নেটিজেনরা দাবি তোলেন চাহলের কাছে ক্ষমা চাইতে হবে যুবরাজ সিংকে। শুরু হয়, 'যুবরাজ সিং মাফি মাঙ্গো' ক্যাম্পেনও।


আরও পড়ুন - করোনা পরবর্তী ক্রিকেটকে সুরক্ষিত করতে কী কী পদক্ষেপ, জানালেন অনিল কুম্বলে