নিজস্ব প্রতিবেদন : কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে। শুক্রবার সেটাই আরও একবার প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মোহামেদ সালহার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বাজিমাত্ করলেন সিআর সেভেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নেইমারহীন ব্রাজিল হেলায় হারাল রাশিয়াকে


রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শুক্রবার জুরিখে মিশরের মুখোমুখি হয়েছিল ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। শুরু থেকে আক্রমণ-প্রতিআক্রমণে পেন্ডুলামের মতো এগোয় ম্যাচ। প্রথমার্ধে গোলের দেখাও মেলে নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৬ মিনিটে মোহামেদ সালহার গোলে এগিয়ে যায় মিশর। পিছিয়ে পরে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় রোনাল্ডোরা। ম্যাচের ইনজুরি টাইমে জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।


আরও পড়ুন- ইতালিকে হারাল মেসিহীন আর্জেন্টিনা


৯২ মিনিটে কোরেসমার ক্রস থেকে হেডে পর্তুগালকে সমতায় ফেরালেন রোনাল্ডো। ২ মিনিট পরেই কোরেসমার ফ্রি কিক থেকে আবার হেডে ২-১ করেন রোনাল্ডো। পর্তুগিজদের উল্লাস থামিয়ে তখন 'ভার'-এর সাহায্য নেন রেফারি। যাচাই করে নেন রোনাল্ডো অফসাইডে ছিলেন কি না? পরীক্ষায় পাস করে গেলেন রোনাল্ডো। মিশরের বিরুদ্ধে নাটকীয় জয় পর্তুগালের।