নিজস্ব প্রতিবেদন : রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে উরুগুয়ে। এ গ্রুপ থেকে রানার্স হয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছে আয়োজক রাশিয়াও। শেষ ষোলোর লড়াইয়ে উরুগুয়ে এবং রাশিয়া কার কার মুখোমুখি হবে? বি গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল এবং স্পেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


৩০ জুন থেকে বিশ্বকাপে শুরু শেষ ষোলোর লড়াই। তাই শুরু হয়ে গেছে হিসেব-নিকেশের পালা। কে থাকবে আর কে ছিটকে যাবে নক আউট পর্বে। ৩০ জুন কাজান থেকে দেশে ফেরার বিমান ধরতে হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিংবা লুই সুয়ারেজের মধ্যে একজনকে। কারণ প্রি কোয়ার্টার ফাইনালে এ-গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে বি-গ্রুপের রানার্স পর্তুগাল। তাই কোয়ার্টার ফাইনালে দেখা যাবে এই দুই তারকার একজনকে। অন্যজন স্বাভাবিকভাবেই বিশ্বকাপের বাইরে চলে যাবেন।


আরও পড়ুন- জমজমাট নাটক! নক আউটে স্পেন-পর্তুগাল


স্পেন বি-গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে স্প্যানিশদের প্রতিপক্ষ পর্তুগালের চেয়ে তুলনামূলক সহজ। ১ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আয়োজক রাশিয়ার মুখোমুখি হবে ইনিয়েস্তারা।


শেষ ষোলোর লড়াই
      দিনক্ষণ                মুখোমুখি        সময়
 ৩০ জুন, শনিবার       উরুগুয়ে বনাম পর্তুগাল    রাত ১১.৩০
 ১ জুলাই, রবিবার         স্পেন বনাম রাশিয়া    সন্ধে ৭.৩০

 * সুচি ভারতীয় সময় অনুয়ায়ী