জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন বেলজিয়ামের (Belgium) কোচ রবার্তো মার্টিনেজ (Roberto Martinez) হলেন পর্তুগালের নতুন কোচ। ৪৯ বছরের স্প্যানিশ কোচ পা গলালেন ফের্নান্দো স্যান্টোসের (Fernando Santos) জুতোয়। কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) মরক্কোর (Morocco) কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল 'সেলেকাও'রা। চোখের জলে মাঠ ছেড়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) অ্যান্ড কোং। বিশ্বকাপে রোনাল্ডোকে রিজার্ভে রেখে ম্যাচের পর ম্যাচ দল সাজানোয় স্যান্টোসের নিন্দায় মুখর হয়েছিল ফুটবলবিশ্ব। সেই স্য়ান্টোসকে বিশ্বকাপের পরেই ছেঁটে ফেলে পর্তুগাল। এবার মার্টিনেজ দলের দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন যে, তিনি রোনাল্ডোর সঙ্গে যোগাযোগ করবেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনGareth Bale: শেষের 'বেল' বাজালেন 'ওয়েলস উইজার্ড'! তেত্রিশেই ফুটবলকে বললেন আলবিদা


সোমবার সাংবাদিক বৈঠকে মার্টিনেজকে রোনাল্ডোর ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। লুকাকু-অ্যাজারদের প্রাক্তন কোচ বলেন, 'কাতার বিশ্বকাপে খেলা ২৬ জন ফুটবলারের সঙ্গেই আমি কথা বলতে চাই। ক্রিশ্চিয়ানো সেই তালিকায় আছে। আমি অত্যন্ত খুশি যে, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভাবান ফুটবলারদের হয়ে প্রতিনিধিত্ব করতে পারব। আমি জানি প্রত্যাশার পারদ অনেকটাই। বৃহত্তর দলের সঙ্গে মিলেমিশেই আমরা লক্ষ্যপূরণ করতে পারব।'মার্টিনেজের কোচিংয়ে দারুণ সাফল্য পেয়েছিল বেলজিয়াম। কিন্তু ফিফা তালিকার দ্বিতীয়স্থানে থাকা দল কাতারে বিদায় নিয়েছিল লিগ পর্বেই। রাশিয়া বিশ্বকাপে তিন নম্বরে শেষ করা বেলজিয়াম এবার প্রথম রাউন্ডেই ছিটকে যায়। হারের দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেন মার্টিনেজ। ২০১৬ সালে বেলজিয়ামের কোচ হয়েছিলেন মার্টিনেজ। তাঁর অধীনেই গত বিশ্বকাপে তৃতীয় হয়েছিল বেলজিয়াম। ২০২০ সালের ইউরো কাপেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল দল। এখন দেখার মার্টিনেজ কী ফুল ফোটাতে পারেন পর্তুগালের দায়িত্ব নিয়ে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)