নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই ভারত-বাংলাদেশ প্রথম টি-২০। পরিসংখ্যান অবশ্য কিছুটা স্বস্তিতে রাখছে রোহিত শর্মার দলকে। ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত আটটি টি-২০ ম্যাচ খেলেছে। তবে একটি ম্যাচেও ভারতীয় দলকে বাংলাদেশ হারাতে পারেনি। এমন একটা পরিসংখান অবশ্যই রোহিত শর্মাকে স্বস্তি দেবে। উল্টোদিকে শাকিব আল হাসান, তামিম ইকবালের মতো তারকাদের ছাড়া কাল খেলতে নামছে বাংলাদেশ। দলের অন্দরমহলে অবশ্য কে নেই তা নিয়ে কোনও কথা হচ্ছে না। বরং দলে যাঁরা রয়েছেন তাঁদের শক্তির উপর আস্থা রেখে ভারতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। দিল্লির দূষণ প্রথম টি-২০-র আগে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে ম্যাচ আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে বাংলাদেশ শিবিরের তরফে জানানো হয়েছে, দিল্লির বাতাসের অবস্থা উদ্বেগজনক হলেও তাদের খেলতে কোনও সমস্যা নেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘরের মাঠে এর আগে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র একটি টি-২০ খেলেছে ভারত। ২০১৬ সালে বেঙ্গালুরুতে সেই ম্যাচে নাটকীয় জয় পেয়েছিল ভারতীয় দল। শেষ তিন বলে দুই রান করতে ব্যর্থ হন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সেই ম্যাচের পর এবার আবার ভারতের মাটিতে টি-২০ খেলতে নামছে বাংলাদেশ। অবশ্যই এটা নতুন চ্যালেঞ্জ তাঁদের কাছে। তবে ভারতীয় দলের তিন তারকা টি-২০ সিরিজে নেই। বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোটের জন্য ছিটকে গিয়েছেন জসপ্রিত বুমরা ও হার্দিক পান্ডিয়া। এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের বিরুদ্ধে কাল সিরিজের প্রথম টি-২০ ম্যাচে কেমন দল নামাতে পারে ভারতীয় দল! জানা যাচ্ছে এই ম্যাচে শিভম দুবের অভিষেক হতে পারে। মারকুটে অলরাউন্ডার হিসাবে ঘরোয়া ক্রিকেটে তাঁর সুনাম রয়েছে। সেক্ষেত্রে সঞ্জু স্যামসন বা লোকেশ রাহুলের মধ্যে একজনকে বাদ দেওয়া হতে পারে। যুজবেন্দ্র চাহ্বাল দলে ফিরতে পারেন। দুই পেসার শার্দুল ঠাকুর ও খলিল আহমেদের মধ্যে একজনকে বসতে হতে পারে। 


আরও পড়ুন-  গোলাপি বলে দিন-রাতের টেস্ট! ইডেনে কী কী বিশেষ আয়োজন হচ্ছে জানেন?



ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সঞ্জু স্যামসন/লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, শিভম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, য়ুজবেন্দ্র চাহাল/রাহুল চাহার, দীপক চাহার, শার্দুল ঠাকুর/খলিল আহমেদ।


এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য একাদশ- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম/মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি/তাইজুল ইসলাম।