ক্যাপ্টেনকে কোহলিকে না জানিয়েই বিরাট সিদ্ধান্ত নিল বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি!
যা দেখে রীতিমতো অবাক দলের অধিনায়ক বিরাট কোহলি।
নিজস্ব প্রতিবেদন: ভাগ্যের চাকা ঘোরাতে এবার নাকি নাম বদলে যাচ্ছে বিরাট কোহলির আরসিবি-র! এমনকী পাল্টে যেতে পারে দলের লোগোও। এদিকে সোশ্যাল সাইটে বিশেষ করে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির টুইটার পেজ, ইনস্টাগ্রাম থেকে প্রোফাইল পিকচার , কভার পিকচার ডিলিট করে দেওয়া হয়েছে। যা দেখে রীতিমতো অবাক দলের অধিনায়ক বিরাট কোহলি। এমনকী বেঙ্গালুরুর আরও দুই ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স এবং যুজবেন্দ্র চাহলও টুইট করে জানতে চেয়েছেন হচ্ছেটা কী?
RCB সূত্রে খবর ব্র্যান্ড মেকওভারের জন্য টুইটার-ইনস্টাগ্রাম থেকে ছবি মুছে দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে বেশ অবাক হয়েছেন খোদ আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলি। তিনি টুইটারে লিখেছেন, "পোস্ট উধাও অথচ ক্যাপ্টেন কিছুই জানে না, আমাকে জানাও তোমাদের কোনও সাহায্য প্রয়োজন কিনা!"
বিরাট কোহলির এমন টুইট দেখে এবি ডিভিলিয়ার্স লিখেছেন, " আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের কি হয়েছে?আশা করি এটা একটা স্ট্র্যাটেজি ব্রেক..."
যুজবেন্দ্র চাহল লিখেছেন, "আরে এটা কি গুগলি নাকি? কোথায় গেল প্রোফাইল পিকচার আর ইনস্টাগ্রামের ছবি?"
আরও পড়ুন - নাম বদলে যাচ্ছে আরসিবি-র, পাল্টাচ্ছে লোগো! কোহলির আইপিএল ভাগ্য খুলবে?