নিজস্ব প্রতিবেদন: প্রণয় হালদার ও অরিন্দম ভট্টাচার্যদের দেখানো পথেই কী হাঁটছেন প্রবীর দাস? বন্ধু ও সতীর্থ রয় কৃষ্ণার জন্মদিনে ফিজির হোটেল থেকে ফেসবুক ভিডিয়ো পোস্ট করেছেন সোদপুরের রাইট ব্যাক। রয় কৃষ্ণাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রবীর সেই ভিডিয়োতে বলছেন, "জানি না ভবিষ্যতে আবার এক সঙ্গে খেলব কি না!"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: PSG অভিষেক করলেন Lionel Messi, ম্যাঞ্চেস্টারে Cristinao Ronaldo ফিভার



প্রবীরের এই মন্তব্যের পরেই তাঁর ক্লাব ছাড়ার জল্পনা বাড়ছে। প্রবীর হাবাসের স্কোয়াডে নিয়মতি সুযোগ না পাওয়ায় সম্ভবত সবুজ-মেরুন জার্সি ছাড়তে পারেন বলেই মনে করা হচ্ছে। এমনকী ইস্টবেঙ্গলও তাঁকে নিতে পারে বলে জানা যাচ্ছে। এখন দেখার প্রবীর কী করেন! আগামী ২২ সেপ্টেম্বর এএফসি কাপের সেমিফাইনাল খেলবে এটিকে এমবি। তার আগে কোচ এবং অনেক ফুটবলাররা ছুটিতে চলে গিয়েছেন। অন্যদিকে প্রীতম কোটালরা আবার জাতীয় দলে যোগ দিয়েছেন। স্টিম্যাচের কোচিংয়ে কলকাতায় চলছে শিবির। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ফের এএফসি কাপের প্রস্তুতি শুরু হওয়ার কথা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)