নিজস্ব প্রতিবেদন: এমএস ধোনি (MS Dhoni) কখনও ম্যাচের আগে কাউকে শুভেচ্ছা জানান না৷ বলেন না ‘অল দ্য বেস্ট’ বা ‘গুড লাক’! কিন্তু কেন এমনটা করেন বিশ্বকাপ জয়ী বাইশ গজের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন? আরও পাঁচজন ক্রিকেটারের মতোই ধোনিরও কিছু কুসংস্কার কাজ করে৷ তিনি মনে করেন ম্যাচের আগে দলের কাউকে শুভেচ্ছা জানালে, হয়তো তার ম্যাচটা ভাল নাও যেতে পারে৷ অতীতের অভিজ্ঞতা থেকে এমনটাই শিক্ষা নিয়েছেন মাহি৷ ধোনির সম্বন্ধে এই অজানা তথ্য জানালেন তাঁর প্রাক্তন সতীর্থ প্রজ্ঞান ওঝা (Pragyan Ojha)৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL 2021: ম্যাচ শুরুর আগেই ফেসবুকে বোমা ফাটালেন পদ্মাপারের মহাতারকা Shakib al Hasan


ওঝা এক সাক্ষাৎকারে বলছেন, "এমএসডি কখনও টিমের প্লেয়ারজের ম্যাচের আগে ‘অল দ্য বেস্ট’ বা ‘গুড লাক’ বলে না৷ কারণ ওর মনে হয়, ও যদি কাউকে শুভেচ্ছা জানায়, তার জন্য হয়তো ভাল হবে না৷ ও বেশ কয়েকজন প্লেয়ারকে অতীতে ম্যাচের আগে শুভেচ্ছা জানিয়েছিল, কিন্তু তাদের ম্যাচটা অন্যরকম হয়েছিল৷ তারপর থেকে ধোনি আর কাউকে শুভেচ্ছা জানায় না৷ হয়তো সে জন্যই ও বলা বন্ধ করে দিয়েছে৷” ওঝা আরও বলছেন, "একবার আমাদের মানুষের বিভিন্ন সেন্টিমেন্ট নিয়ে আলোচনা হচ্ছিল, তখনই ধোনি বলে যে, ও ম্যাচের আগে কাউকে শুভেচ্ছা জানায় না৷ এমনকী ম্যাচের আগে প্রতিপক্ষের কোনও প্লেয়ারও ধোনির কাছে থেকে শুভেচ্ছা চায় না৷”