টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের `সারপ্রাইজ প্যাকেজ` কে বলে দিলেন বিরাট কোহলি
তরুণ পেস বোলারকে বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ হিসাবেই দেখছেন বিরাট কোহলি।
নিজস্ব প্রতিবেদন : ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনায়াসে জিতেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সারপ্রাইজ প্যাকেজ কে হতে পারেন সেটা বলে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
প্রসিধ কৃষ্ণ। কেকেআরের তরুণ পেস বোলারকে বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ হিসাবেই দেখছেন বিরাট কোহলি। কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করেছেন এই ডানহাতি জোরে বোলার। গতবছর আইপিএলেও দুরন্ত বোলিং করেছিলেন তিনি। কোহলির ইঙ্গিত, আসন্ন নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে যেতে পারেন প্রসিধ কৃষ্ণ।
জাতীয় দলের হয়ে এখনও অভিষেকই হয়নি তেইশ বছর বর্ষীয় পেস বোলারের। তার আগেই প্রসিধ কৃষ্ণকে বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ বলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন - IPL 2020: ফাইনালের দিনক্ষণ চূড়ান্ত! দর্শক টানতে ম্যাচের সময় বদল হচ্ছে এবারের লিগে