ICC U19 T20 World Cup 2023, Prithvi Shaw: শেফালির দল শুভেচ্ছা জানালেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পৃথ্বী শাহ
সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখিয়েছিল ভারতের বোলাররা। এবারও সেই একই দাপট বজায় ছিল। ১৭.১ ওভারে ৬৮ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ড। বঙ্গ তনয়া তিতাস সাধু মাত্র ৬ রানে ২ উইকেট নিলেন।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (ICC Under 19 World Cup 2018) জিতেছিল ভারত (India)। সেই ফাইনালে অস্ট্রেলিয়াকে (Australia Under 19 Cricket Team) ৮ উইকেটে হারায় টিম ইন্ডিয়া (India Under 19 Cricket Team)। সেই দলের অধিনায়ক ছিলেন পৃথ্বী শাহ (Prithvi Shaw)। হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এহেন পৃথ্বী ও দ্রাবিড় এবার শেফালি ভার্মার (Shafali Verma) দলকে স্বাগত জানালেন। সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করেছে বিসিসিআই (BCCI)।
মহিলাদের উদ্বুদ্ধ করে রাহুল দ্রাবিড় বলেন, 'এটা ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলের কাছে ঐতিহাসিক দিন। ওরা একজোট হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছে।' ভারতীয় দলের বাকিদের সঙ্গে সেখানেই ছিলেন পৃথ্বী। এই ওপেনারের হাতে মাইক তুলে দেওয়ার পর পৃথ্বী বলেন, 'বিশ্বকাপ জয় অসাধারণ অ্যাচিভমেন্ট। ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলের পাশে সবার থাকা উচিত।'
সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখিয়েছিল ভারতের বোলাররা। এবারও সেই একই দাপট বজায় ছিল। ১৭.১ ওভারে ৬৮ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ড। বঙ্গ তনয়া তিতাস সাধু মাত্র ৬ রানে ২ উইকেট নিলেন। চুঁচুড়ার তিতাসকে পেস ও সুইংকে যোগ্য সঙ্গত দেন অফ স্পিনার অর্চনা দেবী। দুই বোলারের দাপটেই ব্রিটিশদের টপ অর্ডার ধসে যায়। অর্চনা নিলেন ১৭ রানে ২ উইকেট। ভালো বল করলেন পার্শ্ববী চোপড়াও। ১৩ রান দিয়ে ২ উইকেট নিলেন তিনি। আউট করলেন রিয়ানা ম্যাকডোনাল্ড-গে (১৯) এবং চেরিস পাভেলিকে (২)।
জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেটে ম্যাচ জিতে যায় ভারতের প্রমীলাবাহিনী। অধিনায়ক শেফালি এবং গত ম্যাচে ৪৫ বলে ৬১ রান করা শ্বেতা শেরাওয়াত এদিন দ্রুত আউট হলেন। তাতে কি! তৃতীয় উইকেটে ৪৬ রান যোগ করে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন সৌম্যা তিওয়ারি ও গোঙ্গাডি তৃষা। ফলে ১৪ ওভারে ৩ উইকেটে ৬৯ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। সৌম্যা ৩৭ বলে ২৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতালেন। গোঙ্গাডি ২৯ বলে ২৪ রানে আউট হন। ফলে প্রথমবারের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপে বিশ্বজয়ী হল ভারতীয় দল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)