নিজস্ব প্রতিবেদন : সোমবার যুবভারতীতে আইজলের বিরুদ্ধে ম্যাচে করিম ওমোলোজাকে থুথু দিয়ে শাস্তির মুখে পড়েছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার জবি জাস্টিন। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি আপাতত দুই ম্যাচ নির্বাসিত করেছে কেরালার এই স্ট্রাইকারকে। রবিবার ফেডারেশনের শুনানিতে দোষী প্রমাণিত হলে আরও বড় সড় শাস্তি হতে পারে জবির। একদিকে শাস্তির খাঁড়া যখন ঝুলছে তখন ক্ষমা চেয়ে নিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোশ্যাল সাইটে ক্ষমা চেয়ে জবি জাস্টিন বলেন, " পেশাদার জগতে সমস্ত ফুটবলারেরই বাড়তি দায়িত্ব নিয়ে চলা উচিত। সেটা মাঠের ভিতরে হোক কিংবা মাঠের বাইরে। অনেকেই আমাদেরকে জীবনের আদর্শ করে এগিয়ে চলে। আমাদেরও উচিত্ তাদের সম্মান বজায় রেখে চলা। আইজল ম্যাচে মাথা গরম করে বিপক্ষের ফুটবলারের সঙ্গে যে ব্যবহার করেছি সেটা করা ঠিক হয়নি। আমার এই কাজের জন্য ইস্টবেঙ্গল, আইজল,ফেডারেশন, আমার পরিবার-বন্ধু বান্ধব আর ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী। ফুটবলের ওপর অসীম ভালোবাসা রেখে বলছি এরকম নিন্দনীয় অপরাধ দ্বিতীয়বার হবে না।"



জবির এই পোস্টের পর ফেডারেশনের বড় শাস্তি তিনি এড়াতে পারবেন কিনা, তা বোঝা যাবে রবিবারের শুনানির পর।


আরও পড়ুন - আজই একুশ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানছেন মেহেতাব হোসেন