নিজস্ব প্রতিবেদন: ফরাসি লিগ ওয়ান, ফরাসি কাপের পর এবার ফরাসি লিগ কাপও ঘরে তুলল প্যারি সাঁ জাঁ। শুক্রবার ফরাসি লিগ কাপের ফাইনালে অলিম্পিক লিওঁ-কে টাইব্রেকারে হারিয়ে ত্রিমুকুট জিতে নিল পিএসজি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্ধারিত ৯০ মিনিট শেষে গোলশূন্য। অতিরিক্ত সময়ে গোলের দেখা পায়নি পিএসজি-লিওঁ। শেষ পর্যন্ত টাইব্রেকারে অলিম্পিক লিওঁ-কে হারিয়ে ফরাসি লিগ কাপে চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচের শুরু থেকেই অবশ্য আক্রমণাত্মক ছিল দুই দলই। দখলের লড়াইয়ে এগিয়ে ছিল পিএসজি। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি কেউই।


 



এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও খেলার ফল ০-০। টাইব্রেকারে দু'দলই প্রথম পাঁচটি শটে গোল করে। এরপর সাডেন ডেথে ষষ্ঠ শট মিস করেন লিওঁ-র বের্টান্ড। অন্যদিকে পিএসজির জয় নিশ্চিত করেন পাবলো সারাবিয়া। ৬-৫ ব্যবধানে ম্যাচ জিতে নেয় নেইমাররা। এই নিয়ে ন'বার ফরাসি লিগ কাপের খেতাব ঘরে তুলল প্যারিস সেন্ট জার্মেইন।


 



আরও পড়ুন - গর্বের একশো বছরে পা ইস্টবেঙ্গলের! ছিন্নমূল বাঙালির লড়াইয়ের রঙ লাল, স্পর্ধায় হলুদ