ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেড বধ পিএসজি`র
দানি আলভেজকে অকারণে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পোগবা।
নিজস্ব প্রতিবেদন : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লড়াইয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে মাত দিল প্যারি সাঁ জাঁ। নেইমার, কাভানিহীন পিএসজি ২-০ গোলে হারাল রেড ডেভিলসদের। লাল কার্ড দেখলেন পল পোগবা। প্রথম ফরাসি ক্লাব হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের নজির গড়ল প্যারিস সেন্ট জার্মেইন।
আক্রমণভাগের দুই তারকা ফুটবলার নেইমার ও এডিনসন কাভানির অনুপস্থিতিতে শুরুতে গুটিয়ে থাকলেও ক্রমশ নিজেদের মেলে ধরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে হারিয়ে দিল এমবাপেরা। চ্যাম্পিয়ন্স লিগে শেষ দুটি মরশুমে শেষ ষোলো থেকে বিদায় নেওয়া পিএসজির সামনে এবার শেষ আটের হাতছানি। প্রথমার্ধে সাদামাটা ফুটবল। দুটি দলের কেউই তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি। তবে বিরতির ঠিক আগেই পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ইউনাইটেডের জেসি লিংগার্ড। পরিবর্ত হিসেবে মাঠে নামেন আলেক্সি স্যাঞ্চেজ।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৩ মিনিটে অ্যাঞ্জেল দি মারিয়ার কর্নারে থেকে পিএসজিকে এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার কিম্পেম্বে। এগিয়ে গিয়ে ইউনাইটেড রক্ষণে আরও চাপ বাড়ায় পিএসজি। ৬০ মিনিটে দি মারিয়ার ক্রস থেকে প্লেসিং শটে গোল করে পিএসজির হয়ে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে। ম্যাচের শেষ দিকে দানি আলভেজকে অকারণে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পোগবা। ততক্ষণে অবশ্য ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। ওলে গানার সোলসজায়ারের অধীনে ইউনাইটেড প্রথম হারের স্বাদ পেল। ১১ ম্যাচ পরে ইউরোপ সেরার আসরেই ছন্দপতন রেড ডেভিলসদের। ৬ মার্চ প্যারিসে ফিরতি পর্বের ম্যাচে পল পোগবাকে ছাড়াই মাঠে নামতে হবে ০-২ গোলে পিছিয়ে থাকা ইউনাইটেডকে।
আরও পড়ুন - "বিশ্বকাপ দলে ধোনিই সবচেয়ে গুরত্বপূর্ণ ক্রিকেটার"
এদিন চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে শেষ ষোলোর প্রথম লেগে ইতালিয়ান ক্লাব রোমা নিজেদের মাঠে ২-১ গোলে হারায় পর্তুগালের এফসি পোর্তোকে।